এনআরএসে করোনা আক্রান্ত প্রসূতি! বন্ধ করে দেওয়া হলো প্রসূতি বিভাগ - Bangla Hunt

এনআরএসে করোনা আক্রান্ত প্রসূতি! বন্ধ করে দেওয়া হলো প্রসূতি বিভাগ

By Bangla Hunt Desk - April 16, 2020

এবার এনআরএস হাসপাতালে খোঁজ মিললো এক করোনা আক্রান্ত প্রসূতির। হাসপাতাল সূত্রে খবর গত সোমবার ওই মহিলার পুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু তারপর থেকেই তার শরীরে জ্বর, সর্দি, কাশি না কমায় তার সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়। আর বুধবার সেই রিপোর্ট আসে। রিপোর্টে গৃহবধূর করোনা পজিটিভ পাওয়া যায়। রিপোর্ট পজিটিভ আসার পরেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এন আর এস হাসপাতাল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে সদ্যোজাত শিশু ও তার মাকে এম আর বাঙ্গুর হাসপাতাল কোভিড-১৯ চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে রিপোর্ট পজিটিভ আসার পরই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় হাসপাতালে লেবার রুম সহ গাইনি ওয়ার্ড। সম্পূর্ণ স্যানিটাইজেশানের পরেই খোলা হবে লেবার রুম ও গাইনি ওয়ার্ড। সোমবার লেবার রুমে প্রায় তিন ঘন্টা ছিলেন এই গৃহবধূ। সেই সময় আরও ৬ জন প্রসূতি ছিলেন সেখানে। প্রত্যেককেই চিহ্নিত করা হয়েছে এবং তাদের সকলকে আইসোলেশন পাঠানো হয়েছে। তাদের নমুনা পাঠানো হবে পরীক্ষার জন্য। এছাড়াও কোন কোন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সেই গৃহবধূর সংস্পর্শে এসেছেন এবং কোন কোন রোগীর আত্মীয় পরিজন সেই গৃহবধূর সংস্পর্শে এসেছেন তাদের সকলকে চিহ্নিত করা হচ্ছে। এবং ওই গৃহবধূর পরিবারের লোকজনদের চিহ্নিত করা হয়েছে। তাদের সকলকেই কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে খবর।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর