আলিপুরদুয়ার ১৫ এপ্রিল ; আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা কে গৃহবন্দি করে রাখার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল ধনকড়। আজ বিষয়টি জানতে পেরে সাংসদ কে ফোন করেন রাজ্যপাল। রাজ্যপাল ধনকড় ফোনে খোঁজ নিলেন তাঁর শারিরিক অবস্থার। পাশাপাশি কেন তাকে আটকে রাখা হয়েছে সে বিষয়ে রাজ্যপালের তরফে জানতে চাওয়া হয় বলে জানান সংসদ জন বারলা। তার সংসদীয় এলাকায় লকডাউন চলাকালীন প্রশাসনের তরফে ত্রান বিলি নিয়ে তাকে বার বার বাধা দেওয়ার ঘটনার বৃস্তিত ভাবে রাজ্যপালকে জানান তিনি। এরপরেই রাজ্যপাল ধনকড়ের তরফে ত্রাণ দিতে বাধা দেওয়ার বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরে তিনি যে অভিযোগ জানিয়েছিলেন সেই চিঠির প্রতিলিপি চাওয়া হয় তার কাছে। বর্তমানে সাংসদ পুলিশি পাহারায় গৃহবন্দি অবস্থায় রয়েছে লক্ষ্মী পাড়াতে।
সংসদ জন বারলার অভিযোগ তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বিগত তিনদিন ধরে। তিনি গতকাল বিষয়টি নিয়ে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন। সাংসদের অভিযোগ তিন দিন আগে তিনি তার সংসদীয় ক্ষেত্র বন্দাপানী এলাকায় বন্ধ চা বাগান এলাকার শ্রমিকদের মধ্যে রেশন ও সবজি বিলি করতে যাওয়ার সময় পুলিশ থেকে তাকে বাধা দেওয়া হয়। অনুমতি ছাড়া তাকে রেশন দিতে দেওয়া হবে না বলে প্রশাসনের তরফে জানানো হয়। বাধা পেয়ে রেশন সামগ্রী নিয়ে তিনি ফিরে আসেন বলে জানান। কিন্তু এরপরের দিন এলাকার লোকজন সাংসদকে ফোন করে রেশন চাইলে তাদের বলি পুলিশ বাধা দিচ্ছে বরং তোমরা এসে রেশন নিয়ে যাও। বিরপারাতে সেই রেশন নিয়ে যাওয়ার সময় পুলিশ তা সিস করে। খবর পেয়ে আমি সেখানে গেলে পুলিশ জানায় তারাই রেশন বিলি করে দেবেন। এরপর বাড়ি ফিরে আসার পর থেকেই তাকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না পুলিশ। তাকে একপ্রকার গৃহবন্দি করে রাখা হয়েছে বলে সংসদ জন বারলা অভিযোগ জানান।
এদিকে তার বাড়ির সামনে বসেছে পুলিশ প্রহরা। পিছনের দিকে পালা করে সিভিক ভলেন্টিয়ার দুজন চেয়ার পেতে বসে রয়েছে। যদিও জেলা প্রশাসনের কোন মহলই এই নিয়ে মুখ খুলতে রাজি নয়।
এদিকে সংসদকে গৃহবন্দি করে রাখার অভিযোগ প্রকাশ্যে আসতেই চঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলায়। কেন এবং কি কারনে সংসদকে এভাবে আটকে রাখা হয়েছে। সে নিয়ে চলছে গুঞ্জন।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!