কলকাতা সহ চার জেলা করোনা হটস্পট! জানালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক - Bangla Hunt

কলকাতা সহ চার জেলা করোনা হটস্পট! জানালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

By Bangla Hunt Desk - April 15, 2020

পশ্চিমবঙ্গের চারটি জায়গাকে ‘হটস্পট’ চিহ্নিত করলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এরমধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা। এছাড়াও আরো সাতটি জেলাকে ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ভারতে দিনদিন প্রাণঘাতী হয়ে উঠছে নোবেল করোনাভাইরাস। সময়ের সঙ্গে সঙ্গে রূপ পরিবর্তন করছে এই করোনাভাইরাস। আমেরিকার বিশেষজ্ঞদের দাবি বাতাসে ১৩ ফুট দূরত্ব পর্যন্ত যেতে পারে এই করোনা ভাইরাস। ইতিমধ্যেই সারাবিশ্বে এই মারণ রোগে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও কয়েক লক্ষ। এই মুহূর্তে বিশ্বে মৃত্যু নিরিখে চীন ও ইতালিকে ছাপিয়ে আমেরিকা।

ভারতে ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা আতঙ্কের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিয়েছেন। করোনা সংক্রমণে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১,৯৩৩। মৃত্যু বেড়ে ৩৯২।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রের সবচেয়ে বেশি। আবার গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্ত হয়েছেন মাত্র ১ জন।

এদিকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ জন। বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩২ জন। মৃত্যুর আগের মতোই ৭ জন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আজ পশ্চিমবঙ্গের চারটি জেলা করোনা হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। এগুলি হল কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনা। এছাড়াও আরো সাতটি জেলাকে ক্লাসটা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে রাজ্যের এই জেলা গুলি অতিরিক্ত সংক্রমণ প্রবণ এলাকা, তাই এই সমস্ত জেলা গুলিতে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে।

দেশের করোনা হটস্পট চিহ্নিত করেছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। সেই জায়গাগুলি সিল করার প্রক্রিয়া শুরু করছে কেন্দ্র। দেশের জেলাগুলিকে তিনভাগে ভাগ করা হয়েছে। করোনা হটস্পট জেলা, নন-হটস্পট জেলা এবং গ্রিন জোন।

স্পর্শকাতর এলাকাগুলোকে চিহ্নিত করে সিল করার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটের পর পশ্চিমবঙ্গেও বাড়ির বাইরে মাক্স বাধ্যতামূলক করা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর