এবার নো মাক্স নো বাজার! এমনই উদ্যোগ জেলা প্রশাসনের - Bangla Hunt

এবার নো মাক্স নো বাজার! এমনই উদ্যোগ জেলা প্রশাসনের

By Bangla Hunt Desk - April 14, 2020

মালদা; নো মাস্ক নো বাজার, এই উদ্যোগ নিয়ে বাজার গুলিতে কড়া নজরদারী। বাজারে প্রবেশ করতে হলে মাস্ক পরতে হবে এমনি নির্দেশ। লকডাউনের জেরে নেতাজী পুরবাজারের সবজি বাজারের একটি অংশ নিয়ে যাওয়া হয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়রের একটি লেনে। মানুষের মধ্যে ভিড় কমানোর জন্য জেলা প্রশাসন থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এখনও যাঁরা বাজার করতে আসছেন, অনেকেই মাস্ক না পরেই আসছেন। এদিন জেলা পুলিশের উদ্যোগে মাস্কের ওপর নজরদারি চালানো হয়। মাস্ক না পরে আসা এমন কাউকে বাজারে ঢুকতে দেওয়া হয় নি। এমন এক ক্রেতা দেবী হালদার বলেন,‘‌বাজারে এসেছিলাম কিছু ফল কেনার জন্য। কিন্তু মাস্ক যেহেতু পরি নি আমি, তাই প্রথমে বাধা দেয় পুলিশ। আমার সঙ্গেই মাস্ক ছিল। পরে মাক্স মুখে পরে নিলে বাজারে ঢোকার অনুমতি দেওয়া হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর