কাঁচরাপাড়ায় দেওয়াল লিখন করলেন তৃণাঙ্কুর! দিলেন সমাজ সচেতনতার বার্তা - Bangla Hunt

কাঁচরাপাড়ায় দেওয়াল লিখন করলেন তৃণাঙ্কুর! দিলেন সমাজ সচেতনতার বার্তা

By Bangla Hunt Desk - April 14, 2020

বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে কাঁচরাপাড়া তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে করোনার বিরুদ্ধে মানুষকে সমাজ সচেতনতার বার্তা দিতে কাঁচরাপাড়া এলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। দেওয়াল লিখনের মাধ্যমে মানুষকে বার্তা দিলেন “বেঙ্গল ফাইট করোনা, স্টে হোম, স্টে সেফ”।

দেশজুড়ে দিনদিন করোনার প্রকোপ বাড়ছে। আর সেই সঙ্গে রাজ্যও করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনা মোকাবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। জেলায় জেলায় খোলা হয়েছে করোনা হাসপাতাল। বাড়ানো হয়েছে কোয়ারেন্টাইনের সংখ্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত লকডাউন থাকার কথা বলেছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বারবার ঘরে থাকার জন্য পরামর্শ দিচ্ছেন। প্রয়োজন বা দরকার ছাড়া একদম বাড়ির বাইরে বেরোতে বারণ করছেন। বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাক্স ব্যবহার করার কথাও বলেছেন। লকডাউনে মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু সরকারের বহু চেষ্টা সত্ত্বেও কিছু মানুষ লকডাউনকে উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে পড়ছেন। তাই এবার মানুষের মধ্যে সমাজ সচেতনতা বৃদ্ধি করতে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ।

কাঁচরাপাড়া তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মানুষের মধ্যে সমাজ সচেতনতা বৃদ্ধি করতে দেওয়াল লিখন করা হলো কাঁচরাপাড়া ৭ নম্বর ওয়ার্ডের ১ নং সিদ্ধেশ্বরী লেনে। এই দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি নিজের হাতে দেওয়াল লিখনের মাধ্যমে মানুষকে বার্তা দিলেন “বেঙ্গল ফাইট করোনা, স্টে হোম, স্টে সেফ”।

তিনি জানান সারা বাংলা জুড়েই আমাদের এই দেওয়াল লিখন, রাস্তায় লিখন চলছে। আমাদের উদ্দেশ্য একটাই মানুষকে সচেতন করা। মানুষ যাতে নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখে, এই জন্যই আজকে আমাদের এই দেওয়াল লিখন, এর মাধ্যমে আমরা মানুষকে একটাই বার্তা দিতে চাই আপনারা বারেবারে হাত ধোবেন। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবেন। নিজে সেভ থাকুন এবং পরিবারকেও সেভ রাখুন। তিনি আরো জানান আপনাদের একজনের করোনা সংক্রামন পুরো এলাকাকে সংক্রমিত করে দিতে পারে। তাই ঘরে থাকুন। প্রয়োজনে ছাত্র-যুব আপনাদের পাশে আছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর