এ কেমন পহেলা বৈশাখ! যা বাঙালি আগে কখনো দেখেনি - Bangla Hunt

এ কেমন পহেলা বৈশাখ! যা বাঙালি আগে কখনো দেখেনি

By Bangla Hunt Desk - April 13, 2020

শুভ পহেলা বৈশাখ ১৪২৭। আগামীকাল পহেলা বৈশাখ। আজ কথাটা মনে করিয়ে না দিলে হয়তো কারো মাথায়েই থাকতো না যে কাল বাঙালির পহেলা বৈশাখ। কারণে অন্য বছরের মত এবছর নেই চৈত্র সেল। নেই কেনাকাটার ধুম। এখনো পর্যন্ত সেই মেজাজটাই উধাও। নেই লক্ষ্মী গণেশ পুজো। সমস্ত কিছুই যেন এক গভীর অন্ধকারে।

এবছর করোনা আতঙ্কের জেরে বেহাল পয়লা বৈশাখ। এমন পয়লা বৈশাখ বাঙালি আগে কখনো দেখেছে বলে মনে হয় না কারো।

পয়লা বৈশাখ মানেই হালখাতা, দোকানে দোকানে লক্ষ্মী গণেশ পুজো,মিষ্টিমুখ। তবে লকডাউনের সংকটে নতুন লাল খাতা কিনে উৎসব এখন চিন্তারও অতীত। লকডাউনের জেরে শুনশান কলকাতার বৈঠকখানা মার্কেট থেকে শুরু করে বিভিন্ন বাজার। এই কম্পিউটারের যুগে এই লাল হিসেবের খাতার চাহিদা কম থাকলেও এ বছর যেন পুরোপুরি তার কৌলীন্য হারিয়েছে। চাহিদা কম থাকলেও পহেলা বৈশাখ অক্ষয় তৃতীয়ায় খোঁজ পড়তো লাল কাপড়ে মোড়ানো খাতার, কিন্তু এ বছর আর তা হচ্ছে না। করোনা আতঙ্কে লকডাউনের জেরে সবই যেন আজ ম্লান হয়ে গেছে।

হালখাতার বাজারে এবার কার্যত লালবাতি। বিক্রি নেই লাল খাতার, বিক্রি নেই লক্ষ্মী গণেশের মূর্তিও। কারণ অনেক জায়গাতেই দোকান বন্ধ। কোথাও কোথাও আবার দোকান খোলা থাকলেও খদ্দের আস্তে পারছে না।

সংকটের মধ্যেই আসছে নতুন বছর ১৪২৭। সব রোগের ভয়াবহতা কাটিয়ে নতুন দিনের আশায় দিন গুনছে বাঙালি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর