জনধনের টাকা তুলতে ব্যাংকের সামনে গ্রাহকদের লম্বা লাইন - Bangla Hunt

জনধনের টাকা তুলতে ব্যাংকের সামনে গ্রাহকদের লম্বা লাইন

By Bangla Hunt Desk - April 13, 2020

মালদা ১২এপ্রিল: লকডাউন কে উপেক্ষা করে প্রধানমন্ত্রী জনধন যোজনা একাউন্টে পাওয়া ৫০০ টাকা করে তুলতে মালদা জেলার হবিবপুর থানা এলাকার আইহো স্যান্ড বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কে ভিড় জমালো সাধারণ মানুষ। আইহো স্যান্ড ব্যাঙ্কে সামনে প্রচুর গ্রাহক। ব্যাংকের সামনে দূরত্ব বজায় না রেখে জমায়েত হয়। একদিকে লকডাউন, অন্যদিকে করোনা ভাইরাসের আতঙ্ক, এই দুয়ের মাঝখানে ভিড় বাড়তে বাড়তে ওই ব্যাংকের সামনে লম্বা লাইন। সেই লম্বা লাইনকে গ্রহকদের শান্ত করে বোঝান সাথে সাথে দূরত্ব বজায় রাখতে আবেদন করেন হবিবপুর থানার পুলিশ। বার বার গ্রাহকদের সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলতে অনুরোধ করা হয় প্রশাসনের তরফে।

ব্যাঙ্কে আসা গ্রাহকেরা জানান এলাকার অনেক গ্রাহকের একাউন্টে প্রধানমন্ত্রীর জনধন যোজনায় ৫০০ টাকা করে এসেছে এই টাকা তুলতে হঠাৎ করে প্রচুর গ্রাহকের সকাল ছয়টা থেকে ভিড় জমাছে ব্যাঙ্কের সামনে।তার সাথে আইহো অঞ্চলের বিভিন্ন জায়গায় থাকা csp ব্যাঙ্কে গুলিতেও লম্বা লাইন দেখা গিয়েছে সকাল থেকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর