এক রাতেই একটি খুন সহ তিনটি মৃত্যু ! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় - Bangla Hunt

এক রাতেই একটি খুন সহ তিনটি মৃত্যু ! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

By Bangla Hunt Desk - April 12, 2020

গোয়ালপোখর ( উত্তর দিনাজপুর) ১২ এপ্রিল ; এক রাতেই উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার ধরমপুর এলাকায় একটি খুন সহ তিনটি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, গোয়ালপোখর থানার ধরমপুর এলাকায় পারিবারিক বিবাদের জেরে নিকট আত্মীয়ের হাতে ধারালো অস্ত্র দিয়ে খুন হন এক ব্যক্তি। মৃত ব্যক্তি ধরমপুর ভাটিয়াপাড়া এলাকার বাসিন্দা আমিরুল হক (৪৫)। এদিকে ধরমপুর গেন্দাবাড়ি এলাকায় বিষপান করে এক গৃহবধূ আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটেছে। মৃত গৃহবধূ সাগুফতা বেগম (২৮)। অপর একটি ঘটনায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। মৃত গৃহবধূ ধরমপুর পলিয়াবস্তী এলাকার বাসিন্দা সাধনা সিংহ (২৮)।তিনটি ঘটনায় গোয়ালপোখর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ। এলাকায় চঞ্চল্য।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর