

ঢাকা ; চরম অপরাধের শাস্তি পেল বঙ্গবন্ধুর খুনি। শনিবার রাত ১২ টা বেজে ১ মিনিটে ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হল বন্ধবন্ধুর খুনি আব্দুল মাজেদর কে। গত সোমবারই মাজেদকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ফাঁসির সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নিরাপত্তা ছিল যথেষ্টই জোরদার। পুলিশ ও রেপিড একশন ব্যাটালিয়নের বাহিনী সেখানে মোতায়েন ছিল। ছিল কারারক্ষী বাহিনীও।
ফাঁসির পর তার দেহ পাঁচ মিনিট ঝুলিয়ে রাখা হয়, তারপর নিচে নামিয়ে আনা হয়। ঢাকার কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসি দেওয়া হয়। কুরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এটি ছিল প্রথম ফাঁসি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম তার ফাঁসি নিশ্চিত করেন।
এর আগে ২০১০ সালের ২৭ জানুয়ারি সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মুহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ খুনি এখনো পালিয়ে আছেন। এঁদের মধ্যে এস এইচ এম বি নূর চৌধুরী কানাডায় ও এ এম রাশেদ চৌধুরী আছেন আমেরিকায়।
অন্য তিনজন খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম ও মোসলেম উদ্দিন পলাতক, তাদের সম্বন্ধে বাংলাদেশ সরকারের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। এ ছাড়া ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আরেক আসামি আজিজ পাশা ২০০২ সালে পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান।
মাজেদের ফাঁসি কার্যকর করা নিয়ে শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের চারপাশে বিকেল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের তিন স্তরের নিরাপত্তাবেষ্টনী চারদিক থেকে কারাগার ঘেরাও করে রাখে।
সূত্রের খবর, ফাঁসি কার্যকর করতে রাত ১২টা ১ মিনিট নির্ধারণ করা হয়। নিয়ম অনুসারে ফাঁসির আগে শুক্রবার আবদুল মাজেদের পরিবার,তাঁর সঙ্গে দেখা করে।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে খুনের পর এই মূল আসামিরা পালিয়ে যান। তারা বিভিন্ন দেশে আত্মগোপন করে রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের বিচারের পর ফাঁসিও হয়। কিন্তু আব্দুল মাজেদ কোথায় ছিল সেই সম্বন্ধে নির্দিষ্ট কোনো তথ্য ছিল না বাংলাদেশ সরকারের কাছে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের হাতে ধরা পরে আইনের বিচার থেকে রেহাই পেল না মাজেদ।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স