BREAKING: রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২, মোট আক্রান্ত ৮৩ - Bangla Hunt

BREAKING: রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২, মোট আক্রান্ত ৮৩

By Bangla Hunt Desk - April 09, 2020

সারাদেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যও দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৩ এবং মৃত ৫।

রাজ্যে ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে জানান, বাংলায় এখনো পর্যন্ত ৮৩ করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। সকলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, এবং তাদের চিকিৎসার ব্যবস্থা চলছে। মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন করোনাভাইরাস মোকাবেলায় রাজ্য সরকার সব রকম পদক্ষেপ নিয়েছে। জেলায় জেলায় করোনা হাসপাতাল তৈরি করা হয়েছে। ৫৬২ টি সরকারি কোয়ারেন্টাইন চালু করা হয়েছে। রাজ্য সরকার করোনা মোকাবেলায় আরও ১১ লক্ষ পিপিআই এর বরাত দিয়েছে। এর পাশাপাশি আরও ৭ লক্ষ ২০ হাজার মাক্সেরও বরাত দেওয়া হয়েছে। এই মুহূর্তে ৬১ টি করোনা হাসপাতালে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা।

তবে রাজ্যে একদিকে যেমন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে, তেমনই গত ২৪ ঘন্টায় তিনজন হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িও গেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর