লকডাউনে দোকান খোলা! পুলিশ বন্ধ করতে গেলে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ - Bangla Hunt

লকডাউনে দোকান খোলা! পুলিশ বন্ধ করতে গেলে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ

By Bangla Hunt Desk - April 07, 2020

মালদা ৭ এপ্রিল; লকডাউন উপেক্ষা করে খুলে রাখা দোকান বন্ধ করতে গেলে পুলিশের সাথে স্থানিওদের খন্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ করে ইট বৃষ্টি। ঘটনায় আহত পুলিশের এক সাব ইনেসপেক্টর সহ বেশ কয়েকজন সিভিক। আজ বিকেলে পুলিশের উপর এই আক্রমনের ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার বিজোট গ্রামে। খবর পেয়ে ঘটনা স্থলে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় ব্যাপক উত্তেজনা। জানা গেছে লকডাউনের নিয়ম ভঙ্গ করে গ্রামে চায়ের দোকান খোলে। দোকানে প্রচুর পরিমাণে জমায়েত হয়ে ছিল। পুলিশ দোকান বন্ধ করতে গেলে স্থানীয়দের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশ কে লক্ষ্য করে ইঁট বৃষ্টি শুরু হয়।

এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় সংবাদ মধ্যমকে ঢুকতে অসুবিধের সম্মুখিন হতে হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর