দেশজুড়ে ২৫,৫০০ তবলিগ কর্মী কোয়ারেন্টিইনে! সিল করা হলো হরিয়ানার ৫ টি গ্রাম - Bangla Hunt

দেশজুড়ে ২৫,৫০০ তবলিগ কর্মী কোয়ারেন্টিইনে! সিল করা হলো হরিয়ানার ৫ টি গ্রাম

By Bangla Hunt Desk - April 06, 2020

দিল্লির নিজামুদ্দিন থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আরে কথা মাথায় রেখেই দেশের বিভিন্ন রাজ্যের তবলিগ জামাত ফেরত ও তাদের সংস্পর্শে আসা মানুষদের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

সোমবার কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব পি এস শ্রীবাস্তব সাংবাদিক সম্মেলন করে বলেন দেশের মোট ২৫,৫০০ জন তাবলিগ কর্মী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিইনে রাখা হয়েছে। এছাড়াও হরিয়ানার ৫টি গ্রাম সিল করে দেওয়া হয়েছে, ওইসব গ্রামে তাবলিগ জামাতের বিদেশি প্রতিনিধিরা গিয়েছিল। এখনো পর্যন্ত ২০৮৩ বিদেশি তাবলিগ জামাত প্রতিনিধিকে চিহ্নিত করা গিয়েছে এবং তাদের মধ্যে ১৭৫০ জন কে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এখনো পর্যন্ত হরিয়ানায় ৯০ জন করোনা পজেটিভ রোগীর সন্ধান পাওয়া গেছে।

স্বরাষ্ট্র সচিব আরো জানান করোনা প্রতিরোধে উপযুক্ত চিকিৎসার সরঞ্জামের ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসা সরঞ্জাম যাতে ঠিকমত পৌঁছায় তার ব্যবস্থা করা হয়েছে। লকডাউন থাকলেও অক্সিজেন এবং ভেন্টিলেশন এর মত প্রয়োজনীয় জিনিস যাতে ঠিকমতো পৌঁছায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর