

রায়গঞ্জ ৬ এপ্রিল; লকডাউন চলা কালীন রায়গঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত এক তৃনমুল কাউন্সিলর। মোটর সাইকেল চেপে এসে একবার নয় পর পর দুবার খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। ঘটনার পর তৃণমূল কাউন্সিলর কে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতিরা। আজ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কান্তনগর এলাকায়। গুলিবিদ্ধ কাউন্সিলের নাম তপন দাস। রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ সহ জেলা পুলিশ সুপার সুনীত কুমার। খুনীরা এখন ও অধরা। তবে কিসের জন্য তাকে লক্ষ করে দুষ্কৃতিরা গুলি চালিয়েছে সে নিয়ে ধন্দে পুলিশ থেকে তৃনমুল জেলা নেতৃত্ব।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাস ওই এলাকার বন্দর এলাকার কান্তনগরে একটি সুইচগেট পরিদর্শন করতে যান। সেই সময় আচমকাই বাইকে করে দুই দুষ্কৃতী এসে তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। প্রথমবার গুলি লক্ষ্যভ্রষ্ট হলে দুষ্কৃতীরা দ্বিতীয় বার আবার গুলি চালায়। সেই গুলি তার বুকের নিচে লাগে। দুষ্কৃতীরা গুলি করে চম্পট দেয় এলাকা থেকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তপন বাবু। গুরুতর জখম অবস্থায় তাকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।
খবর পেয়ে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস হাসপাতালে তাকে দেখতে যান। সেখান থেকে বেড়িয়ে তিনি জানান তপন দাসের অপারেশন চলছে, তাকে দুবোতল রক্ত দেওয়া হয়েছে। লকডাউন চলাকালীন এই ঘটনা ভাবা যায় না। পুলিশের বড় সাহেব তদন্তে নেমেছে। পুলিশ তদন্ত করে দোষীদের অবিলম্বে গ্রেফতার করুক বলে তিনি দাবি জানান। তবে তিনিও ভেবে পাচ্ছেন কি কারনে কে বা কারা তাকে গুলি করলো।
অপরদিকে জেলা পুলিশ সুপার সুনীত কুমার জানান দুজন মাস্ক পরে মোটরসাইকেলে এসে তাকে লক্ষ করে গুলি চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে। মাস্ক ও হেলমেট পড়া থাকায় খুনিদের চেনা সম্ভব হয়নি। তবে পুলিশের একটি টিম তদন্ত চালাচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি দুষ্কৃতিদের ধরা সম্ভব হবে।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স