রায়গঞ্জ ৬ এপ্রিল; লকডাউন চলা কালীন রায়গঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত এক তৃনমুল কাউন্সিলর। মোটর সাইকেল চেপে এসে একবার নয় পর পর দুবার খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। ঘটনার পর তৃণমূল কাউন্সিলর কে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতিরা। আজ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কান্তনগর এলাকায়। গুলিবিদ্ধ কাউন্সিলের নাম তপন দাস। রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ সহ জেলা পুলিশ সুপার সুনীত কুমার। খুনীরা এখন ও অধরা। তবে কিসের জন্য তাকে লক্ষ করে দুষ্কৃতিরা গুলি চালিয়েছে সে নিয়ে ধন্দে পুলিশ থেকে তৃনমুল জেলা নেতৃত্ব।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাস ওই এলাকার বন্দর এলাকার কান্তনগরে একটি সুইচগেট পরিদর্শন করতে যান। সেই সময় আচমকাই বাইকে করে দুই দুষ্কৃতী এসে তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। প্রথমবার গুলি লক্ষ্যভ্রষ্ট হলে দুষ্কৃতীরা দ্বিতীয় বার আবার গুলি চালায়। সেই গুলি তার বুকের নিচে লাগে। দুষ্কৃতীরা গুলি করে চম্পট দেয় এলাকা থেকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তপন বাবু। গুরুতর জখম অবস্থায় তাকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।
খবর পেয়ে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস হাসপাতালে তাকে দেখতে যান। সেখান থেকে বেড়িয়ে তিনি জানান তপন দাসের অপারেশন চলছে, তাকে দুবোতল রক্ত দেওয়া হয়েছে। লকডাউন চলাকালীন এই ঘটনা ভাবা যায় না। পুলিশের বড় সাহেব তদন্তে নেমেছে। পুলিশ তদন্ত করে দোষীদের অবিলম্বে গ্রেফতার করুক বলে তিনি দাবি জানান। তবে তিনিও ভেবে পাচ্ছেন কি কারনে কে বা কারা তাকে গুলি করলো।
অপরদিকে জেলা পুলিশ সুপার সুনীত কুমার জানান দুজন মাস্ক পরে মোটরসাইকেলে এসে তাকে লক্ষ করে গুলি চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে। মাস্ক ও হেলমেট পড়া থাকায় খুনিদের চেনা সম্ভব হয়নি। তবে পুলিশের একটি টিম তদন্ত চালাচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি দুষ্কৃতিদের ধরা সম্ভব হবে।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!