রাতের অন্ধকারে রেশনের মাল পাচার, আটক রেশন ডিলার - Bangla Hunt

রাতের অন্ধকারে রেশনের মাল পাচার, আটক রেশন ডিলার

By Bangla Hunt Desk - April 06, 2020

রাতের অন্ধকারে রেশনের চাল গম পাচার হচ্ছিল। সেই চাল গম পাচার করতে গিয়ে গ্রামবাসীদের কাছে হাতেনাতে ধরা পরল রেশন ডিলার। ঘটনাটি ঘটেছে নদীয়ার বাদকুল্লায়।

স্থানীয় সূত্রে জানা গেছে বাদকুল্লা মোড়ের জালালখালি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে এক রেশন ডিলার রাতের অন্ধকারে স্থানীয় মুদিখানা দোকানে রেশনের চাল ডাল পাচার করছিল। সেই সময় ধরে ফেলে গ্রামবাসীরা। আগেই অভিযোগ ছিল এই রেশন ডিলার এলাকার কিছু অসাধু ব্যবসায়ীর কাছে চাল ডাল বিক্রি করতো। রবিবার রাতে যখন রেশন সামগ্রী পাচার হচ্ছিল তখন এলাকার একজন মানুষ প্রথমে দেখতে পান। দেখতে পেয়ে মাল সমেত ধরে ফেলেন রেশন ডিলার আনন্দ কুমার পাল কে। তারপর ওই এলাকার কিছু অসাধু ব্যবসায়ী ও রেশন দোকান মালিক প্রথমে সেই গ্রামবাসীকে মারধর করে বলে অভিযোগ। কিন্তু হাতাহাতির সময় চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের আসতে দেখে পালিয়ে যান সেই অসাধু ব্যবসায়ীরা। কিন্তু মাল সমেত ধরা পড়ে যান রেশন ডিলার আনন্দ কুমার পাল। রেশন পাচারের খবর পেয়ে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে যান। পরে ঘটনাস্থলে কোতোয়ালি থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আনন্দ কুমার পাল নামে রেশন ডিলার কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের দাবি সরকারের তরফ থেকে নির্দিষ্ট পরিমাণে চাল-গম দিলেও এই রেশন ডিলার সেই সমস্ত চাল-গম সাধারন মানুষকে ঠিক হতে দিতেন না। রেশনের সমস্ত মাল স্থানীয় মুদি দোকানে বেঁচে দিতেন। ফলে প্রথম থেকেই সন্দেহ ছিল রেশন ডিলারের ওপর, এবার হাতেনাতে ধরা পড়ে গেল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর