প্রধানমন্ত্রীর ডাকে আলো নিভতেই, শহরজুড়ে শুরু হলো শব্দ বাজির দাপট - Bangla Hunt

প্রধানমন্ত্রীর ডাকে আলো নিভতেই, শহরজুড়ে শুরু হলো শব্দ বাজির দাপট

By Bangla Hunt Desk - April 05, 2020

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ রাত ৯ টায় শহরের আলো নিভতেই শুরু হলো শব্দ বাজির দাপট। তিনি যা বলেছিলেন বরং তার থেকে একটু বেশি করা হলো। তিনি বলেছিলেন আলো নিভিয়ে প্রদীপ জ্বালাতে, কিন্তু পটকা ফাটিয়ে সেলিব্রেশন করতে নয়। কিন্তু কেন এমন হলো তা বোঝা দায়। অনেকে মনে করছেন এতে আখেরে প্রধানমন্ত্রীই মুখ পুড়লো।

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে সারাবিশ্ব। পিছিয়ে নেই ভারতও। করোনার বিরূদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে, মানসিকভাবে প্রস্তুত করতে প্রধানমন্ত্রী রাত ৯ টায় প্রদীপ জ্বালিয়ে,মোমবাতি জ্বালিয়ে অথবা মোবাইলের আলো জ্বালিয়ে সকলকে এই করোনা বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়ার জন্য আহ্বান করেছিলেন। কিন্তু রাত ৯ টা বাজতেই দেখা গেল অন্য চিত্র, যেমন বলা বরং তার থেকে একটু বেশি করা। ঠিক রাত ৯ টায় শহরের আলো নিভতেই শুরু হলো শব্দ বাজির দাপট। শুরু হলো কাঁসরঘন্টা, ঢাক ঢোল নিয়ে হইচই এর আওয়াজ। কোথাও কোথাও আবার কাঁসরঘন্টা, শঙ্খ, ঢাক-ঢোল নিয়ে দল বেঁধে রাস্তায় বেরিয়ে পড়েছে অতি উৎসাহী মানুষ। প্রায় মিনিট কুড়ি ধরে চললো এই শব্দ বাজির দাপট। এত কেন বাজি? কোথা থেকেই বা এল এত শব্দবাজি, সেই প্রশ্ন উঠেছে, কারণ দীপাবলীর সময় থাকা এই বাজির এত শব্দ করে ফাটা সম্ভব নয়। তবে কি আগাম খবর ছিল বাজি ফাটানোর?

শুক্রবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন রবিবার রাত ৯ টায় ৯ মিনিটের জন্য বাড়ির আলো বন্ধ রেখে প্রদীপ কিংবা মোবাইলের আলো জ্বালান। রবিবার বিকেলে করোনার বিরুদ্ধে লড়াই নিয়ে টুইটও করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লিখেন “কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে সঙ্ঘবদ্ধ গোটা দেশ”। পাশাপাশি তিনি এ দিনের এই সময়ের এর কথাও মনে করিয়ে দেন। তাই মোদির বার্তা পূরণে অতি উৎসুক ভারতবাসী যে তার মাথা হেঁট করে দিলো, এটা আর বলার অপেক্ষা রাখে না।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর