ALERT: স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ভুলেও প্রদীপ জ্বালাবেন না - Bangla Hunt

ALERT: স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ভুলেও প্রদীপ জ্বালাবেন না

By Bangla Hunt Desk - April 05, 2020

গোটা বিশ্বে মারণ ভাইরাস করোনা মহামারী রূপ নিয়েছে। ইতালি, ফ্রান্স, আমেরিকা সহ ভারতেও থাবা বসিয়েছে এই মারন ভাইরাস। ভারতীয় প্রতিদিন হু হু করে বাড়ছে মৃত এবং আক্রান্তের সংখ্যা। এই মারন ভাইরাস প্রতিরোধে বদ্ধপরিকর কেন্দ্র সরকার। সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক দিয়েছে। তবে রাস্তায় নেমে বা সমাবেশ করে নয়। বরং ঘরের মধ্যে থেকেই করোনার বিরুদ্ধে যুদ্ধে অসংখ্য দেশবাসীকে শামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

গোটা বিশ্বের পাশাপাশি করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়ছে আমাদের দেশ ভারতবর্ষও। দেশের এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী সকলকে করোনা মোকাবেলায় একসঙ্গে প্রস্তুত থাকতে বলেছেন। প্রধানমন্ত্রী রবিবার রাত ৯ টায় ৯ মিনিট ধরে সকল দেশবাসীকে করোনার বিরুদ্ধে লড়তে বিদ্যুতের আলো নিভিয়ে, টর্চলাইট, ফোনের লাইট, মোমবাতি কিংবা প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন। কারণ একটাই শুধু ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীরা নন, করোনা মোকাবেলায় সকল দেশবাসী, আমরা সবাই একসঙ্গে রয়েছি। তবে এর মধ্যে বিশেষ সাবধান বাণী শোনাচ্ছে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রক।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে “করোনা মোকাবিলায় সকলে একসঙ্গে ঘরে বসে প্রদীপ বা মোমবাতি জ্বালান, তবে অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে। প্রদীপ বা মোমবাতি জ্বালানোর সময় কেউ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন না”। কারণ একটু অসাবধানবশত স্যানিটাইজার আমাদের জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে। কারণ প্রায় ৬০ থেকে ৭০ ভাগ অ্যালকোহল থাকে এই স্যানিটাইজার গুলিতে। এছাড়াও নানারকম রাসায়নিক পদার্থও থাকে। যেগুলি দাহ্য শীল। আগুনের সংস্পর্শে আসলে জ্বলে উঠতে পারে। এক কথায় বলা যায় যে কোন ধরনের হ্যান্ড স্যানিটাইজারই হলো দাহ্য পদার্থ। তাই মোমবাতি বা প্রদীপ জ্বালানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর