করোনা আতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হলো জনপ্রিয় গেম PUBG - Bangla Hunt

করোনা আতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হলো জনপ্রিয় গেম PUBG

By Bangla Hunt Desk - April 05, 2020

করোনা আতঙ্কে জেরে এবার বন্ধ করে দেওয়া হলো সবচেয়ে জনপ্রিয় গেম PUBG। শুধু ভারতেই নয় সারা বিশ্বে কিছু দিনের জন্য বন্ধ থাকবে PUBG সার্ভার। এমনটাই ঘোষণা করেছেন টেনসেন্ট গেমস।

বর্তমানে গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোরের সবচেয়ে জনপ্রিয় গেম হল PUBG। সম্প্রতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে আগামী কিছু দিনের জন্য বন্ধ থাকবে এই PUBG গেমের সার্ভার। শুধু ভারতেই নয় সারাবিশ্বেই কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে PUBG সার্ভার। করোনা ভাইরাস সংক্রমণের জেরে গোটা বিশ্বে মৃত্যুর মিছিল শুরু হয়েছে। ইতালি, ফ্রান্স, আমেরিকা, ভারত সহ বিশ্বের শতাধিক দেশ এই সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে কিছুদিনের জন্য PUBG সার্ভার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে Tencent Games। ৪ঠা এপ্রিল রাত ১২ টা থেকে ১৫ ই এপ্রিল রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে এই PUBG গেমের সার্ভার, এমনটাই বিজ্ঞপ্তিতে জানিয়েছে টেনসেন্ট গেমস।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর