নজির গড়লো ৮ বছরের কিশোর! নিজের জমানো পিগি ব্যাংক কৌটটি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান - Bangla Hunt

নজির গড়লো ৮ বছরের কিশোর! নিজের জমানো পিগি ব্যাংক কৌটটি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান

By Bangla Hunt Desk - April 04, 2020

বালুরঘাট ৪ এপ্রিল; মুখ্যমন্ত্রীর করোনা ত্রান তহবিলে নিজের জমানো পয়সা দান করে নজির গড়লো দক্ষিন দিনাজপুর জেলার এক ৮ বছরের কিশোর। গতকাল বিকেলে সে জেলা শাসক নিখিল নির্মলের হাতে তার জমানো অর্থের পিগি ব্যাংকের কৌট টি তুলে দেন। তার এই কাজ দেখে সবাই তাকে শুভেচ্ছা জানিয়েছে বড় হয়েও যেন সে এমনি মানবিক থাকে।

জেলার তপনের বাসিন্দা ষষ্ঠ শ্রেনীতে পড়া রাশি তার টিফিন খাওয়ার পয়সা বাচিয়ে জমানো এই অর্থ মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করায় জেলার অনেক ছোট্ট কচিকাচাদের এই কাজে হাত বাড়িয়ে দেবার অনুপ্রেরনা যোগাবে বলেই জেলার সাধারন মানুষ মনে করছে।

এদিকে ইতিমধ্যে জেলায় মুখ্যমন্ত্রীর করোনা ত্রান তহবিলে রাশি ২৫ লক্ষ টাকা জমা পড়েছে বলে জানা গেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর