লকডাউনের পরেও যাত্রীবাহী ট্রেন চালানোর কোনো সিদ্ধান্ত হয়নি! জানালো রেল - Bangla Hunt

লকডাউনের পরেও যাত্রীবাহী ট্রেন চালানোর কোনো সিদ্ধান্ত হয়নি! জানালো রেল

By Bangla Hunt Desk - April 04, 2020

আগামী ১৫ই এপ্রিল দেশে লকডাউন উঠে গেলে, ফের যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হতে পারে এমন খবর রোটে গেলেও তা টুইট করে অস্বীকার করল রেল।

শনিবার সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায় করোনা ভাইরাস সংক্রমণের জেরে আগামী ১৫ই এপ্রিল দেশজুড়ে লকডাউন শেষ হলে, ফের চালু হবে যাত্রীবাহী ট্রেন চলাচল। সেই জন্য রেলের সমস্ত স্টাফদের কাজে যোগ দেওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে বলে জানা যায়। সেই সঙ্গে আরও জানা যায় সরকারি অনুমোদন পাওয়ার পরেই স্বাভাবিক হবে রেল পরিষেবা। পাশাপাশি কোন কোন জোনে কিভাবে শুরু হবে রেল পরিষেবা সেই সম্পর্কে বিশদে জানিয়ে রেলের সমস্ত বিভাগকে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর।

যদিও রেলের শীর্ষ আধিকারিকরা জানান, আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত সমস্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে এবং ফের কবে তা চালু হবে সেই সম্পর্কে এখনো কোনো কেন্দ্রীয় নোটিশ জারি হয়নি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর