সেপ্টেম্বর মাস পর্যন্ত লকডাউন গড়াতে পারে ভারতে। মার্কিন উপদেষ্টা সংস্থার রিপোর্টে তেমনই ইঙ্গিত। সেই রিপোর্টে আশঙ্কা করা হচ্ছে ‘জুনে’ ভারত করোনা আক্রান্তদের সংখ্যা শীর্ষে পৌঁছাতে পারে। তাই তাদের মত লম্বা লকডাউন চলুক।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে পৌঁছতে পারে ভারত। এমনটাই আশঙ্কা করছেন মার্কিন উপদেষ্টা সংস্থা। একমাত্র লকডাউনই পারে এই সংক্রমণকে ঠেকাতে। তাই লম্বা লকডাউন জরুরী। একই সঙ্গে চিকিৎসকদের দাবি করোনা মোকাবেলা করতে লকডাউন অত্যন্ত জরুরী। লকডাউন ছাড়া কোন উপায় নেই।
লকডাউন শেষ হতে আরও বেশ কয়েকটা দিন। আগামী ১৪ই এপ্রিলের পর কি ফের লকডাউন এ যেতে হবে। এই প্রশ্নটাই এখন ঘুরছে মানুষের মুখে মুখে। বোস্টেন কনসাল্টিং গ্রুপের একটি রিপোর্টে ইঙ্গিত ভারতের সম্পূর্ণ লকডাউন উঠতে উঠতে সেই সেপ্টেম্বর। এই রিপোর্টে বলা হয়েছে ভারতে জুনের চতুর্থ সপ্তাহ থেকে ধাপে ধাপে লকডাউন তোলার কাজ শুরু হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পুরোপুরি লকডাউন উঠবে। ভারতের জনসংখ্যা ও স্বাস্থ্য পরিকাঠামো বিবেচনা করেই তৈরি হয়েছে এ রিপোর্ট। এতটা লম্বা লকডাউনের জন্য কি দেশ তৈরি। চিকিৎসকরা জানাচ্ছেন করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন অত্যন্ত জরুরি। বাঁচতে হলে আর কোন উপায় নেই। কারণ এখনো পর্যন্ত করোনার কোনো প্রতিষেধক বা টিকা আবিষ্কার হয়নি। তাই সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য লকডাউন থাকাটা অত্যন্ত জরুরী। তাই সাধারণ মানুষের অসুবিধা হলেও,মেনে নিতে হবে এই লকডাউন।
কেন এই ছয় মাসের লকডাউন?
চিকিৎসকদের দাবি ভারতে করোনা মোকাবেলায় অসংখ্য খামতি রয়েছে। বিভিন্ন দেশের তুলনায় ভারতের জনঘনত্ব বিচার করলে খামতিটা পরিস্কার হবে। জনঘনত্বের হিসাবে প্রতি বর্গকিলোমিটারে আমেরিকা-৩৩, বাংলা-১০২৪, কলকাতা-২৪১০০। তাই অত্যাধিক জনঘনত্বের কারণে ভারতে করোনা সংক্রমনের আশঙ্কাও অনেক বেশি। তাই এই অবস্থায় প্রয়োজন বেশি সংখ্যক টেস্টের। প্রয়োজন আইসোলেশন ব্যবস্থার। আর সঙ্গে প্রয়োজন,প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি। অথচ যথেষ্ট সংখ্যক মানুষকে পরীক্ষার ব্যবস্থা করে ওঠা যায়নি। আমেরিকা পিছিয়ে আর ভারতের অবস্থা আরো খারাপ। তাই দেশে এই ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দিতে লকডাউন থাকাটা অত্যন্ত জরুরী
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!