BREAKING: করোনা মোকাবেলায় ভারতকে ১০০ কোটি দিল বিশ্ব ব্যাংক - Bangla Hunt

BREAKING: করোনা মোকাবেলায় ভারতকে ১০০ কোটি দিল বিশ্ব ব্যাংক

By Bangla Hunt Desk - April 02, 2020

বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO করোনাকে মহামারি ঘোষণা করেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছিল করোনাভাইরাস মোকাবেলায় ভারত যেভাবে কাজ করছে তা খুবই প্রশংসনীয়। ভারতেই আগামী দিনে বিশ্বকাপ পথ দেখাবে। এবার করোনাভাইরাস মোকাবেলায় ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্ব ব্যাংক।

বিশ্বের তাবড় তাবড় দেশ আমেরিকা, চীন, ইতালি, ফ্রান্সের মত দেশে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দিন দিন বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। এই সমস্ত উন্নতিশীল দেশগুলোর অর্থনৈতিক অবস্থা পুরো ভেঙে পড়েছে। স্বাভাবিকভাবে বিশ্বের অর্থনৈতিক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতও তার ব্যতিক্রম নয়। কিন্তু এত কিছুর মধ্যেও সাহায্য এল বিশ্ব ব্যাংক থেকে। ভারতে করোনা ভাইরাস সংক্রান্ত পরীক্ষা যাতে আরো ভালো করে হয়, ভেন্টিলেশন ব্যবস্থা যাতে আরো বেশি করে কেনা যায়, ল্যাবরটরি গুলিতে যাতে আরো ভালো কাজ হয় তার জন্যেই এই অর্থসাহায্য বলে উল্লেখ করা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর