করোনা মোকাবেলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ লক্ষ টাকা দান করলেন বিজেপি নেতা বিপ্লব মিত্র - Bangla Hunt

করোনা মোকাবেলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ লক্ষ টাকা দান করলেন বিজেপি নেতা বিপ্লব মিত্র

By Bangla Hunt Desk - April 02, 2020

বালুরঘাট, 2 এপ্রিল; করোনা নিয়ে লকডাউন চলা কালীন আবার ও জেলা জুড়ে সোসাল মিডিয়ায় তুমুল আলোচনার বিষয় হয়ে উঠলেন প্রাক্তন তৃনমুলের জেলা সভাপতি তথা বিজেপির নেতা বিপ্লব মিত্র । ভেদাভেদ ভুলে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ২ লক্ষ টাকা তুলে দিলেন বিজেপি নেতা বিপ্লব মিত্র । বুধবার ব্যক্তিগত উদ্যোগে স্টেট ইমারজেন্সি রিলিফ ফান্ডে ওই টাকা ব্যাঙ্কের মাধ্যমে পাঠিয়েছে বিপ্লববাবু । তাঁর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই ।

তবে বিজেপিতে থেকে কেন্দ্রের পিএম কেয়ার ফান্ড অর্থ সাহায্য না করে রাজ্যের ফান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় আবার ফের তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে । এদিকে জেলা বিজেপির তরফে এই নিয়ে কোন মন্তব্য করতে কেউ এই মুহুর্তে রাজি হননি।

উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের জেলা সভাপতির পদ ছেড়ে বিজেপিতে যাওয়া বিপ্লববাবু গেরুয়া শিবিরে তেমন জায়গা পাননি বলেই সূত্রের খবর । আর এমন পরিস্থিতিতে সরাসরি রাজ্যের ফান্ডে অর্থ সাহায্যকে আলাদা ভাবেই দেখছেন রাজনৈতিক মহল । গুঞ্জন ছড়িয়েছে পুনরায় তাঁর তৃণমূলে যোগদানের বিষয় নিয়েও ।

যদিও এদিন বিপ্লব মিত্রকে ফোন করা হলেও তাঁর কোন উত্তর পাওয়া যায়নি ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর