BREAKING: ১৫ই এপ্রিলের পর উঠে যাচ্ছে লকডাউন । বললেন প্রধানমন্ত্রী - Bangla Hunt

BREAKING: ১৫ই এপ্রিলের পর উঠে যাচ্ছে লকডাউন । বললেন প্রধানমন্ত্রী

By Bangla Hunt Desk - April 02, 2020

১৫ই এপ্রিলের পর দেশজুড়ে উঠে যাচ্ছে লকডাউন কিন্তু উঠছে না সামাজিক পাবন্দি বললেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ আগে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী। রাজ্যে গুলির এই মুহূর্তে সমস্ত পরিস্থিতির বিস্তারিত খোঁজ খবর নেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই ভিডিও কনফারেন্সে তার সঙ্গে ছিলেন। সমস্ত বিষয় আলোচনার পরেই প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন ১৫ই এপ্রিলের পর দেশজুড়ে লকডাউন তুলে নেওয়া হবে, কিন্তু উঠবেনা সামাজিক পাবন্দি।

প্রধানমন্ত্রী বলেন আগামী ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে সেটা খুব চিন্তার বিষয়। আমাদের সবাইকে এই পরিস্থিতির কথা বুঝতে হবে এবং সবাইকে এক হয়ে এর বিরুদ্ধে লড়তে হবে। তাই প্রধানমন্ত্রী পরিষ্কার করে দেন ১৫ই এপ্রিল দেশজুড়ে লকডাউন তুলে না হলেও উঠছে না পাবন্দি। তিনি আরো বলেন কিছু দায়িত্বজ্ঞানহীন লোকের জন্য আজকে সারা দেশে বড় সংকটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত দিল্লিতে তবলিগ জামাতের ধর্মীয় অনুষ্ঠানে জামায়েতের পর থেকেই দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে করোনা। দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের প্রধান কার্যালয়। ৫-১৫ই এপ্রিলের মধ্যে চলা ধর্মীয় সমাবেশে দেশের সমস্ত রাজ্যের পাশাপাশি, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন সেখানে। প্রায় ২ হাজার লোকের সমাগম হয় সেখানে। ইতিমধ্যেই ওই ধর্মীয় সমাবেশে যোগ দেওয়া ৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দিল্লির নিজামুদ্দিন এলাকার প্রায় ২০০ লোকের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। মনে করা হচ্ছে সেখান থেকেই ভারতের সমস্ত রাজ্যে করোনা এত বিস্তার লাভ করেছে।

সরকারের তরফে জানানো হয়েছে দেশ ২১ দিন লকডাউন থাকার পর এই মুহূর্তে লকডাউন বাড়ানোর আর কোনো পরিকল্পনা নেই কিন্তু মানুষ যদি এভাবেই রাস্তায় নামে তবে সরকারের কাছেও লকডাউন ছাড়া আর বিকল্প কোনো পথ খোলা থাকবে না। প্রয়োজনে মানুষকে জোর করেই ঘরে ঢোকানো হবে। তাই সরকারের তরফে একথা পরিষ্কার করে দেওয়া হয়েছে লকডাউন উঠে গেলও মানুষের যাতায়াত ও সোশ্যাল ডিসটেন্সের উপর রোক থাকছেই। সরকারের তরফে আরও জানানো হয়েছে আরও আগামী দু-তিন দিন পরিস্থিতির পর্যালোচনা করা হবে এবং তাবলিগ জামাতের কারণে ভারতে কতটা করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই পরিস্থিতির দিকেও লক্ষ্য রাখা হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর