করোনার প্রকোপ ঠেকাতে, 'ভগবানের সম্পত্তি' কাজে লাগানো হোক, প্রস্তাব কিশোরের - Bangla Hunt

করোনার প্রকোপ ঠেকাতে, ‘ভগবানের সম্পত্তি’ কাজে লাগানো হোক, প্রস্তাব কিশোরের

By Bangla Hunt Desk - April 01, 2020

দেশজুড়ে বাড়ছে করোনার প্রকোপ। এই করোনার প্রকোপ কাটিয়ে উঠতে ভগবানের সম্পত্তিকে কাজে লাগানো হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে আর্জি জানালেন এক দশম শ্রেণীর ছাত্র। তার দাবি মন্দির,মসজিদ,গির্জা, গুরুদুয়ার সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, সবই চলে দানের টাকায়। হাজার হাজার কোটি কোটি টাকা জমা আছে দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর একাউন্টে। তাই করোনার মতো মহামারী ঠেকাতে দেশের স্বার্থে এই দানের টাকা ব্যবহার করা হোক।

দেশে এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা প্রায় ৪৭। সারা দেশজুড়ে ১৪ই এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে বিপদে পড়েছেন দেশের গরিব মানুষ গুলি। দুবেলা-দুমুঠো ঠিকমতো খেতে পারছেন না তারা। ভিন রাজ্যে আটকে পড়েছেন হাজার হাজার শ্রমিক। বন্ধ রেল চলাচল ও গণপরিবহন ব্যবস্থা। এই অবস্থায় যে বাড়ি ফিরে যাবেন তারা, সেই উপায়ও নেই।

এই সমস্ত মানুষদের পাশে দাঁড়াতে দেরাদুনের বাসিন্দা দশম শ্রেণীর ছাত্র অভিনব কুমার শর্মা ইমেইলের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন ” দেশের ১৩০ কোটি মানুষ লকডাউন হয়ে রয়েছেন। কেভিড-১৯ এর কোন ওষুধ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই যে দেশে অর্থনৈতিক জরুরি অবস্থা হতে পারে। আর তেমন হলে ভিক্ষুক ও শ্রমিকদের না খেতে পেয়ে মরতে হবে। ছোট ছোট ব্যবসা, কল কারখানাও বন্ধ হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে বেকারত্ব বৃদ্ধি পাবে। সরকারি সাহায্যতেও কুলনো যাবে না। তাই আপনার কাছে অনুরোধ সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভগবানের সম্পত্তির ৮০% দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা বাধ্যতামূলক করা হোক”।

অভিনবের মতে ওই টাকায় দেশের অর্থনীতি চাঙ্গা হবে। গরিব মানুষগুলো দুবেলা-দুমুঠো খাবার পাবে। দেশের ও দশের শ্রীবৃদ্ধি হবে। আর মানবতার উপর আমাদের বিশ্বাসও আরো বাড়বে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর