ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI - Bangla Hunt

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

By Bangla Hunt Desk - January 20, 2026

বাংলাহান্ট ডেক্স: বিশ্ব অর্থনীতির মানচিত্রে কি নতুন মোড় আসতে চলেছে? ডলারের দাপট কমাতে কি একজোট হচ্ছে BRICS দেশগুলি? এমনই জল্পনা উসকে দিল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) সাম্প্রতিক এক প্রস্তাব।

সূত্রের খবর, BRICS গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ডিজিটাল মুদ্রা (CBDC) পরিকাঠামো সংযুক্ত করার প্রস্তাব দিয়েছে RBI। লক্ষ্য একটাই—সীমান্ত-পার বাণিজ্য, ভ্রমণ ও আর্থিক লেনদেনকে আরও দ্রুত, নিরাপদ এবং কম খরচে সম্পন্ন করা। পাশাপাশি দীর্ঘমেয়াদে মার্কিন ডলারের উপর নির্ভরতা কমানো।

সংবাদ সংস্থা Reuters জানাচ্ছে, এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি ২০২৬ সালের BRICS শীর্ষ সম্মেলনে আলোচনার টেবিলে উঠতে পারে। উল্লেখযোগ্য ভাবে, ওই সম্মেলনের আয়োজক দেশ হতে চলেছে ভারত।

কী এই প্রস্তাব?

বর্তমানে BRICS দেশগুলি—ভারত, ব্রাজিল, রাশিয়া, চিন ও দক্ষিণ আফ্রিকা—নিজ নিজ কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা নিয়ে কাজ করছে। RBI-র প্রস্তাব অনুযায়ী, যদি এই CBDC-গুলিকে একটি যৌথ প্রযুক্তিগত প্ল্যাটফর্মে যুক্ত করা যায়, তাহলে এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানো অনেকটাই সহজ হবে। ব্যাঙ্কিং চ্যানেলের জটিলতা, উচ্চ ট্রান্সাকশন ফি এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া এড়ানো সম্ভব হবে।

কেন গুরুত্বপূর্ণ?

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ সফল হলে BRICS দেশগুলির মধ্যে বাণিজ্যিক লেনদেনে ডলার ব্যবহার উল্লেখযোগ্য ভাবে কমতে পারে। শুধু তাই নয়, পর্যটন, পড়াশোনা কিংবা চিকিৎসার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রেও ডিজিটাল মুদ্রায় সরাসরি লেনদেনের রাস্তা খুলে যাবে।

অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, এটি নিছক প্রযুক্তিগত পদক্ষেপ নয়। বরং বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় একটি কৌশলগত বার্তা—যেখানে উন্নয়নশীল দেশগুলি নিজেদের বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে চাইছে।

চ্যালেঞ্জ কোথায়?

তবে পথ যে একেবারে মসৃণ নয়, তা মানছেন বিশেষজ্ঞরাই। বিভিন্ন দেশের আইন, সাইবার সুরক্ষা, ডেটা প্রাইভেসি এবং মুদ্রানীতির ফারাক—সব মিলিয়ে একাধিক জটিল প্রশ্নের উত্তর খুঁজতে হবে। তবুও, ভারতের মতো দেশের নেতৃত্বে এই আলোচনা শুরু হওয়াকে বড় পদক্ষেপ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

সব মিলিয়ে, ২০২৬ সালের BRICS সম্মেলন শুধু কূটনৈতিক নয়, বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ দিশা নির্ধারণের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডলারের একাধিপত্যে কি তবে সত্যিই ফাটল ধরবে? এখন সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর