

নয়াদিল্লি: পূর্ব লাদাখে ভারত–চীন সীমান্তে গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রগতি। দীর্ঘ ছয় দশকের বেশি সময় পরে ডেপসাং ও ডেমচোক—এই দুই স্পর্শকাতর এলাকায় ফের টহল দেওয়ার অধিকার ফিরে পেল ভারতীয় সেনা। প্রতিরক্ষা সূত্রের দাবি, পূর্ব ডেপসাং এলাকায় প্রায় ৯৮২ বর্গ কিলোমিটার অঞ্চলে আবার নিয়মিত টহল চালাতে পারবে ভারত। এই এলাকাটি ১৯৬২ সালের যুদ্ধের পর কার্যত ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।
শুধু ডেপসাং নয়, ডেমচোক এলাকাতেও প্রায় ৫৬ বর্গ কিলোমিটার অঞ্চলে ভারতীয় বাহিনীর প্রবেশাধিকার নিশ্চিত হয়েছে বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই দুই এলাকাতেই চিনা বাধার কারণে ভারতের নিয়মিত টহল ও সামরিক উপস্থিতি ব্যাহত হচ্ছিল। সাম্প্রতিক এই অগ্রগতিকে তাই সীমান্ত কূটনীতি ও সামরিক কৌশলের বড় সাফল্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ডেপসাং মালভূমি লাদাখের উত্তর অংশে সেনা চলাচল ও রসদ সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ডেমচোক অঞ্চল দক্ষিণ লাদাখে ভারত–চীন সীমান্তের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কৌশলগত দিক থেকে সমান গুরুত্বপূর্ণ। এই দুই এলাকায় ফের সক্রিয় উপস্থিতি ভারতের সামগ্রিক সীমান্ত নিরাপত্তাকে আরও মজবুত করবে বলে মত প্রতিরক্ষা বিশ্লেষকদের।
সূত্রের দাবি, সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক আলোচনার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। যদিও সরকারিভাবে এখনও বিস্তারিত ঘোষণা হয়নি, তবে মাঠপর্যায়ে পরিস্থিতির পরিবর্তন স্পষ্ট বলেই জানা যাচ্ছে।
ছয় দশকের বেশি সময় পরে হারানো এলাকায় ফের টহলাধিকার পাওয়া ভারতের জন্য নিঃসন্দেহে একটি শক্ত বার্তা—পূর্ব লাদাখে নিজের সার্বভৌমত্ব ও কৌশলগত স্বার্থ রক্ষায় ভারত কোনওভাবেই পিছিয়ে নেই। সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখার পাশাপাশি, এই সাফল্য ভবিষ্যতের ভারত–চিন সম্পর্কের সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স