তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট - Bangla Hunt

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

By Bangla Hunt Desk - January 10, 2026

তেহরান: ইরানের রাজধানী তেহরান কার্যত উত্তাল। সাম্প্রতিক এক ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন কয়েক লক্ষ মানুষ। শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় জমায়েত, স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে, দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

খবরে প্রকাশ, সামাজিক ও রাজনৈতিক নানা অসন্তোষ দীর্ঘদিন ধরেই ইরানে জমা হচ্ছিল। সেই ক্ষোভই এবার বিস্ফোরিত হয়েছে তেহরানের রাস্তায়। বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। কোথাও কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষের খবরও মিলেছে। পরিস্থিতি সামাল দিতে রাজধানীতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বাইরের দুনিয়া থেকে। সোশ্যাল মিডিয়া, মেসেজিং অ্যাপ— সবই অচল। প্রশাসনের দাবি, গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো আটকাতেই এই সিদ্ধান্ত। যদিও মানবাধিকার সংগঠনগুলির অভিযোগ, বিক্ষোভের খবর চাপা দিতেই ইচ্ছাকৃত ভাবে ইন্টারনেট বন্ধ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ ইরান সরকারের জন্য নতুন করে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যেই দেশের অভ্যন্তরে এমন গণ-আন্দোলন শাসকগোষ্ঠীর উপর চাপ আরও বাড়াবে বলেই মত কূটনৈতিক মহলের একাংশের।

পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন সময়ই বলবে। তবে আপাতত তেহরান জুড়ে থমথমে আবহ, আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর