যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স - Bangla Hunt

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

By Bangla Hunt Desk - January 10, 2026

নয়াদিল্লি: ভবিষ্যতের যুদ্ধ আর বন্দুক-ট্যাঙ্ক কিংবা আকাশে যুদ্ধবিমানের লড়াইয়েই সীমাবদ্ধ নেই। আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন সমান গুরুত্ব পাচ্ছে সাইবার স্পেস, উপগ্রহ ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ ও তথ্যযুদ্ধ। সেই বাস্তবতাকে সামনে রেখেই নিজেদের ইতিহাসের অন্যতম বড় রূপান্তরের পথে হাঁটছে ভারতীয় সেনা।

ভারতীয় সেনার স্পেশাল ফোর্সকে (Special Forces) এখন প্রস্তুত করা হচ্ছে Multi Domain Operations (MDO)-এর জন্য। অর্থাৎ এমন যুদ্ধ কৌশল, যেখানে স্থল, আকাশ ও সমুদ্রের পাশাপাশি সাইবার, স্পেস, ইলেকট্রনিক এবং ইনফরমেশন ডোমেইনে একসঙ্গে আঘাত হানার ক্ষমতা থাকবে।

সেনা সূত্রের খবর, এই রূপান্তরের লক্ষ্য শুধুমাত্র আধুনিক অস্ত্র সংযোজন নয়, বরং যুদ্ধের চিন্তাধারায় আমূল বদল। ভবিষ্যতের যুদ্ধে জয়ের চাবিকাঠি হবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, রিয়েল-টাইম ইন্টেলিজেন্স এবং শত্রুপক্ষের সম্পূর্ণ সিস্টেম অচল করে দেওয়ার ক্ষমতা।

নতুন এই কাঠামোয় স্পেশাল ফোর্স ইউনিটগুলিকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা একই সঙ্গে শত্রুর স্থল ঘাঁটিতে প্রিসিশন স্ট্রাইক চালাতে পারে, সাইবার আক্রমণের মাধ্যমে কমান্ড সিস্টেম ভেঙে দিতে পারে এবং স্পেস-ভিত্তিক নজরদারি ব্যবস্থাকে কাজে লাগিয়ে মুহূর্তে যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের যুদ্ধ হবে নেটওয়ার্ক-কেন্দ্রিক ও তথ্যনির্ভর। শত্রুর অস্ত্র ধ্বংসের আগেই যদি তার যোগাযোগ ব্যবস্থা, ডেটা নেটওয়ার্ক ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নষ্ট করা যায়, তাহলেই জয় নিশ্চিত। Multi Domain Operations সেই লক্ষ্যেই কাজ করে।

সেনার শীর্ষ মহলের একাংশ মনে করছে, লাদাখ থেকে সমুদ্রসীমা—সব জায়গাতেই সম্ভাব্য হুমকির চরিত্র বদলেছে। তাই স্পেশাল ফোর্সকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে, যাতে তারা যে কোনও পরিস্থিতিতে একক অপারেশনাল ফ্রেমে সব ডোমেইনের শক্তিকে কাজে লাগাতে পারে।

পর্যবেক্ষকদের মতে, এই রূপান্তর ভারতীয় সেনাকে কেবল আধুনিকই করবে না, বরং ভবিষ্যতের যুদ্ধে প্রতিপক্ষের থেকে এক ধাপ এগিয়ে রাখবে। যুদ্ধের ময়দান বদলাচ্ছে, আর সেই বদলের সঙ্গে তাল মিলিয়েই নিজেদের নতুন করে সাজাচ্ছে ভারতীয় সেনার এলিট বাহিনী।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর