

কলকাতা: ‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ।’— এক কথায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকার তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আই-প্যাকের (I-PAC) সল্টলেকের দফতরে এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা ঘিরে সরব হলেন তৃণমূলনেত্রী। তাঁর অভিযোগ, ভোটের আগে পরিকল্পিত ভাবে বিরোধীদের দমিয়ে রাখতে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে বিজেপি।
শুক্রবার দুপুরে রাজপথে নেমে মমতা বলেন, ‘‘গণতন্ত্রকে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়া যাবে না। এ রাজ্যে বিজেপির কোনও সংগঠন নেই, তাই ইডি-সিবিআই দিয়েই রাজনীতি করতে চাইছে।’’ মুখ্যমন্ত্রীর দাবি, আই-প্যাক একটি পেশাদার সংস্থা। সেখানে হানা দিয়ে আসলে তৃণমূলের নির্বাচনী কৌশল ও গোপন নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

মমতার কটাক্ষ, ‘‘যাঁরা দেশ লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছে, তাদের ছোঁয়া হয় না। আর যারা মানুষের জন্য কাজ করে, তাদের টার্গেট করা হয়। এটা কি তদন্ত, না কি রাজনৈতিক প্রতিহিংসা?’’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ভয় দেখিয়ে ‘ভেনেজুয়েলার মতো পরিস্থিতি’ তৈরি করতে চাইছে। কিন্তু বাংলার মানুষ তা মেনে নেবে না বলেও স্পষ্ট করেন তিনি।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ইডির এই অভিযানকে ‘গণতন্ত্রের উপর আঘাত’ বলে বর্ণনা করা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য, নির্বাচনের মুখে বারবার এই ধরনের অভিযান প্রমাণ করে বিজেপি রাজনৈতিক ভাবে পরাজয় নিশ্চিত জেনেই প্রশাসনিক চাপের পথ বেছে নিচ্ছে।
অন্যদিকে, বিজেপির দাবি, ইডি তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে। রাজনৈতিক চাপের অভিযোগ অস্বীকার করে তারা জানিয়েছে, তদন্তের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আবহে এই অভিযান নতুন করে কেন্দ্র-রাজ্য সংঘাতকে আরও তীব্র করল। আর সেই সংঘাতের কেন্দ্রবিন্দুতেই এখন I-PAC-এ ইডির হানা এবং মুখ্যমন্ত্রীর কড়া বার্তা— ‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ।’

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স