‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা - Bangla Hunt

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা

By Bangla Hunt Desk - January 08, 2026

কলকাতা: “আঘাত করলে প্রত্যাঘাত হবেই”— ইডির তল্লাশি ঘিরে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাকের সল্টলেকের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার প্রতিবাদে শুক্রবার কলকাতার রাজপথে নামছেন তিনি। যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল সূত্রের দাবি, এই তল্লাশি কোনও আইনি প্রক্রিয়ার অঙ্গ নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দলের গোপন নথি, প্রার্থী সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার লক্ষ্যেই কেন্দ্রীয় সংস্থা এই অভিযান চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটের আগে ভয় দেখানোর চেষ্টা চলছে। কিন্তু বাংলার মানুষ ভয় পায় না। অন্যায় হলে তার জবাব রাস্তায় থেকেই দেওয়া হবে।”

সল্টলেকের আইপ্যাক দফতর এবং প্রতীক জৈনের বাড়িতে ইডির হানার খবর প্রকাশ্যে আসতেই তৃণমূল শিবিরে ক্ষোভ ছড়ায়। দলের নেতাদের বক্তব্য, ভোট কৌশল রচনার সঙ্গে যুক্ত একটি সংস্থাকে নিশানা করে আসলে তৃণমূলকেই আঘাত করা হচ্ছে। সেই কারণেই মুখ্যমন্ত্রী নিজে পথে নেমে প্রতিবাদ জানাতে চান বলে দলীয় সূত্রের খবর।

রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আবহে ইডির এই তল্লাশি ও তার পাল্টা প্রতিক্রিয়া রাজ্য-রাজনীতিতে নতুন করে সংঘাতের পারদ চড়াবে। কেন্দ্র বনাম রাজ্যের লড়াই যে আরও তীব্র হতে চলেছে, এ দিনের মিছিল তারই ইঙ্গিত দিচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর