লাইভের পরেই চরম সিদ্ধান্তের চেষ্টা, কেমন আছেন দেবলীনা? জানালেন বন্ধু সায়ক - Bangla Hunt

লাইভের পরেই চরম সিদ্ধান্তের চেষ্টা, কেমন আছেন দেবলীনা? জানালেন বন্ধু সায়ক

By Bangla Hunt Desk - January 05, 2026

কলকাতা, ৫ জানুয়ারি: মুখে লেগে থাকা চিরচেনা হাসি। গান আর ভ্লগে ভরা সোশাল মিডিয়া প্রোফাইল। বাইরে থেকে দেখে কে বলবে, ভিতরে ভিতরে এমন যন্ত্রণার সঙ্গে লড়াই চলছিল! জনপ্রিয় গায়িকা ও ভ্লগার দেবলীনা নন্দীকে ঘিরে এখন উদ্বেগে নেটপাড়া। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি লাইভের পরেই নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দেবলীনা। তাঁর শারীরিক অবস্থার কথা জানালেন ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা সায়ক।

লাইভেই ভেঙে পড়েছিলেন

ঘটনার ঠিক আগে সোশাল মিডিয়ায় লাইভে এসে নিজের মনের কথা উজাড় করে দেন দেবলীনা। জানান, পেশাগত জীবন থেকে ব্যক্তিগত সম্পর্ক—সব দিক থেকেই তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। বিয়ের পর থেকেই তাঁর কাজ ও মাকে ঘিরে সমস্যা শুরু হয় বলে অভিযোগ করেন গায়িকা।

লাইভে দেবলীনা বলেন, বিয়ের পর তাঁকে বারবার শুনতে হয়েছে—মাকে আলাদা করে রাখতে হবে।
“ছেলেদের ক্ষেত্রে তো এমন নিয়ম নেই, তাহলে মেয়েদের ক্ষেত্রে কেন?”—প্রশ্ন তুলেছিলেন তিনি। আবেগভাঙা গলায় জানান, নিজের জন্য ত্যাগ স্বীকার করা সেই মাকে কোনওভাবেই ছেড়ে দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

সোশাল মিডিয়ায় সব সময় জীবনের সুখের মুহূর্ত ভাগ করে নিলেও, ভিতরের যন্ত্রণা তিনি চেপে রেখেছিলেন বলেই জানান দেবলীনা।
“আমি সারাক্ষণ অভিনয় করি—আমি ভালো আছি। কিন্তু আসলে আমি ভালো নেই,”—লাইভে এমনই স্বীকারোক্তি ছিল তাঁর।

তারপরেই চরম সিদ্ধান্ত

এই লাইভের কিছু সময় পরেই জানা যায়, দেবলীনা নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তৎপরতায় আপাতত তিনি বিপদমুক্ত।

কী বললেন বন্ধু সায়ক

দেবলীনাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তাঁর বন্ধু অভিনেতা সায়ক। লাইভে এসে তিনি জানান,
“এখন ও ভালো আছে। চিকিৎসকরা সময়মতো ওকে বিপদ থেকে বের করে আনতে পেরেছেন।”

সায়ক বলেন,
“কোনও সম্পর্ক বা ভালোবাসা জীবনের থেকে বড় হতে পারে না। আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে শেষ করে দেওয়া কোনও সমস্যার সমাধান নয়।”

এক বছরের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল বলেও জানান তিনি।
“যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ এমন সিদ্ধান্ত নেয়। আমি ওকে বারবার বলেছি—যদি সম্পর্ক এতটাই কষ্টের হয়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত। জোর করে কিছু ঠিক করা যায় না,”—মন্তব্য সায়কের।

অনুরাগীদের উদ্দেশে বার্তা

দেবলীনাকে ঘিরে যাঁরা উদ্বিগ্ন, তাঁদের আশ্বস্ত করে সায়ক বলেন,
“ও এখন ভালো আছে। এটা ওর জীবনের দ্বিতীয় সুযোগ। ওর প্রপার কাউন্সেলিং দরকার। আমরা সবাই চাই, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।”

এই ঘটনার পর সোশাল মিডিয়ায় দেবলীনাকে ঘিরে প্রার্থনা ও শুভকামনার বন্যা বইছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর