

কলকাতা, ৫ জানুয়ারি: মুখে লেগে থাকা চিরচেনা হাসি। গান আর ভ্লগে ভরা সোশাল মিডিয়া প্রোফাইল। বাইরে থেকে দেখে কে বলবে, ভিতরে ভিতরে এমন যন্ত্রণার সঙ্গে লড়াই চলছিল! জনপ্রিয় গায়িকা ও ভ্লগার দেবলীনা নন্দীকে ঘিরে এখন উদ্বেগে নেটপাড়া। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি লাইভের পরেই নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দেবলীনা। তাঁর শারীরিক অবস্থার কথা জানালেন ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা সায়ক।

লাইভেই ভেঙে পড়েছিলেন
ঘটনার ঠিক আগে সোশাল মিডিয়ায় লাইভে এসে নিজের মনের কথা উজাড় করে দেন দেবলীনা। জানান, পেশাগত জীবন থেকে ব্যক্তিগত সম্পর্ক—সব দিক থেকেই তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। বিয়ের পর থেকেই তাঁর কাজ ও মাকে ঘিরে সমস্যা শুরু হয় বলে অভিযোগ করেন গায়িকা।
লাইভে দেবলীনা বলেন, বিয়ের পর তাঁকে বারবার শুনতে হয়েছে—মাকে আলাদা করে রাখতে হবে।
“ছেলেদের ক্ষেত্রে তো এমন নিয়ম নেই, তাহলে মেয়েদের ক্ষেত্রে কেন?”—প্রশ্ন তুলেছিলেন তিনি। আবেগভাঙা গলায় জানান, নিজের জন্য ত্যাগ স্বীকার করা সেই মাকে কোনওভাবেই ছেড়ে দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
সোশাল মিডিয়ায় সব সময় জীবনের সুখের মুহূর্ত ভাগ করে নিলেও, ভিতরের যন্ত্রণা তিনি চেপে রেখেছিলেন বলেই জানান দেবলীনা।
“আমি সারাক্ষণ অভিনয় করি—আমি ভালো আছি। কিন্তু আসলে আমি ভালো নেই,”—লাইভে এমনই স্বীকারোক্তি ছিল তাঁর।
তারপরেই চরম সিদ্ধান্ত
এই লাইভের কিছু সময় পরেই জানা যায়, দেবলীনা নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তৎপরতায় আপাতত তিনি বিপদমুক্ত।

কী বললেন বন্ধু সায়ক
দেবলীনাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তাঁর বন্ধু অভিনেতা সায়ক। লাইভে এসে তিনি জানান,
“এখন ও ভালো আছে। চিকিৎসকরা সময়মতো ওকে বিপদ থেকে বের করে আনতে পেরেছেন।”
সায়ক বলেন,
“কোনও সম্পর্ক বা ভালোবাসা জীবনের থেকে বড় হতে পারে না। আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে শেষ করে দেওয়া কোনও সমস্যার সমাধান নয়।”
এক বছরের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল বলেও জানান তিনি।
“যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ এমন সিদ্ধান্ত নেয়। আমি ওকে বারবার বলেছি—যদি সম্পর্ক এতটাই কষ্টের হয়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত। জোর করে কিছু ঠিক করা যায় না,”—মন্তব্য সায়কের।
অনুরাগীদের উদ্দেশে বার্তা
দেবলীনাকে ঘিরে যাঁরা উদ্বিগ্ন, তাঁদের আশ্বস্ত করে সায়ক বলেন,
“ও এখন ভালো আছে। এটা ওর জীবনের দ্বিতীয় সুযোগ। ওর প্রপার কাউন্সেলিং দরকার। আমরা সবাই চাই, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।”
এই ঘটনার পর সোশাল মিডিয়ায় দেবলীনাকে ঘিরে প্রার্থনা ও শুভকামনার বন্যা বইছে।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স