'ট্রাম্পের থেকে শিখুন মোদি', মার্কিন ডেল্টা ফোর্সের অভিযানের দৃষ্টান্ত টেনে পাকিস্তানে গোপন অপারেশনের দাবি ওয়েইসির - Bangla Hunt

‘ট্রাম্পের থেকে শিখুন মোদি’, মার্কিন ডেল্টা ফোর্সের অভিযানের দৃষ্টান্ত টেনে পাকিস্তানে গোপন অপারেশনের দাবি ওয়েইসির

By Bangla Hunt Desk - January 04, 2026

বাংলাহান্ট ডেক্সঃ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ঘটনায় উত্তাল আন্তর্জাতিক রাজনীতি। মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্সের সেই দুঃসাহসিক অভিযানের প্রসঙ্গ টেনে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর বক্তব্য, আমেরিকা যদি গোপন অপারেশনে অন্য দেশের প্রেসিডেন্টকে তুলে আনতে পারে, তবে ভারতেরও উচিত পাকিস্তানের মাটিতে একই রকম অভিযান চালানো।

শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে বিমান হামলা ও গোলাবর্ষণ চালায় মার্কিন সেনা। মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা প্রদেশে কার্যত অন্ধকার নেমে আসে। সেই সুযোগেই সর্বোচ্চ নিরাপত্তা বলয় ভেঙে নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে নিউ ইয়র্কের একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তাঁদের।

এই ঘটনার পরেই মুম্বই পুর নির্বাচনের প্রচারে নেমে ওয়েইসি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন, সেভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও উচিত কঠোর পদক্ষেপ নেওয়া।” তাঁর দাবি, মুম্বই হামলার অভিযুক্ত মাসুদ আজহার ও লস্কর-ই-তইবার জঙ্গিদের পাকিস্তান থেকে গোপন অভিযানে ভারতে নিয়ে আসা উচিত।

ওয়েইসি এই প্রসঙ্গে মধ্যপ্রাচ্যে ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে আরব দেশগুলির সামরিক অভিযানের উদাহরণও তুলে ধরেন। তাঁর মতে, আন্তর্জাতিক ক্ষেত্রে এমন দৃষ্টান্ত নতুন নয়।

রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে জাতীয়তাবাদ ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করতে আরও আক্রমণাত্মক অবস্থান নিচ্ছেন ওয়েইসি। ‘অপারেশন সিঁদুর’-এর সময়েও পাকিস্তানের বিরুদ্ধে কড়া বক্তব্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে দেখা গিয়েছিল তাঁকে। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর সেই কৌশলই ফের সামনে আনলেন হায়দরাবাদের সাংসদ—এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর