Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব - Bangla Hunt

Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব

By Bangla Hunt Desk - October 03, 2024

বাংলাহান্ট ডেক্সঃ ২রা অক্টোবর দেবী দুর্গার আবাহনে অভিনব উদ্যোগ নিল কাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাব। মহালয়ার পূর্ণ প্রভাতে শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব। এমন অভিনব উদ্যোগ নিয়ে এলাকাবাসীর প্রশংসা কুড়োচ্ছে এই পুজো কমিটি। বিশেষত মণ্ডপে ছোট সন্তানদের নিয়ে আসা মায়েরা খুব খুশি।

কাঁচরাপাড়া গান্ধী প্রাইমারি স্কুলে তিনটি বিভাগ নিয়ে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হয়। প্রায় ২০০ জন ক্ষুদে অঙ্কন শিল্পী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীদের সাথে তাল মিলিয়ে দর্শক সংখ্যা ছিল লক্ষনীয়। প্রতিযোগিতার শেষে পুজো কমিটির তরফে সকলের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শর্মিষ্ঠা মজুমদার সহ আর অনেকে। আমরা সবাই ক্লাবের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কাউন্সিলর।

কাউন্সিলার শর্মিষ্ঠ মজুমদার জানান, প্রত্যেক পুজোগুলোকে মাননীয় মুখ্যমন্ত্রী যে ৮৫ হাজার টাকা অনুদান দিয়েছেন তার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানান, তিনি জানান আমরা সবাই ক্লাব প্রত্যেক বছরই দুর্গাপুজো উপলক্ষে অভিনব কিছু করে, আজ ২রা অক্টোবর, মহালয়ার দিন, মহাত্মা গান্ধীর জন্মদিন ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন সেই উপলক্ষে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে তারা।

ক্লাব সেক্রেটারি খোকন মজুমদার জানান, এবছর তাদের দুর্গোৎসব ৫০ বছরে পদার্পণ করেছে। এবার তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ। সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে পুজোর ক’টা দিনে থাকছে বিশেষ চমক। বিগত কয়েক বছর ধরেই নজর কেড়েছে কালিনগর রোড আমরা সবাই ক্লাব। এবার ৫০ বছরে তাদের নিবেদন ‘বিশ্বরূপে বিশ্বজনীন’।

তিনি আরও জানান, আগামী ৬ই অক্টোবর বৃদ্ধাশ্রমের আবাসিকের নিয়ে থাকছে পুজো পরিক্রমা। হালিশহর এবং কাঁচরাপাড়ায় সমস্ত দুর্গাপূজা গুলি তাদের ঘুরিয়ে দেখানো হবে। পুজোর ক’দিন দুঃখ-যন্ত্রণা ভুলে প্রবীণ এই মানুষগুলোও যাতে আনন্দের স্বাদ পান, সেই জন্যই এই ব্যবস্থা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর