যোগী সরকারের অমানবিক আচরণ, রাসায়নিক স্প্রে করা হলো পরিযায়ী শ্রমিকদের গায়ে - Bangla Hunt

যোগী সরকারের অমানবিক আচরণ, রাসায়নিক স্প্রে করা হলো পরিযায়ী শ্রমিকদের গায়ে

By Bangla Hunt Desk - March 30, 2020

আগামী ১৪ ই এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউন। এই লকডাউনের জেরে আটকে পড়েছেন ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা। কিন্তু তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এক অমানবিক দৃশ্য। উত্তরপ্রদেশের বরেলিতে পরিযায়ী শ্রমিকদের রাস্তায় বসিয়ে,তাদের গায়ে জীবানুমুক্ত করার জেট স্প্রে দিয়ে রাসায়নিক স্প্রে করা হচ্ছে। আর এই ছবি ভাইরাল হতেই যোগী সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন সকলে।

উত্তরপ্রদেশের লখনউ থেকে ২৭০ কিলোমিটার দূরে বারেলি শহর। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে এই বারেলি শহরে পরিযায়ী শমিকদের রাস্তায় বসিয়ে তাদের গায়ে জীবাণুমুক্ত করার জন্য রাসায়নিক স্প্রে করা হচ্ছে। এই রাসায়নিক স্প্রে সাধারণত রেলস্টেশন, বাস টার্মিনাল, হাসপাতাল বা রাস্তায় করা হয়। তবে মানুষের গায়ে এই স্প্রে করায় যোগী সরকারের অমানবিক আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

এই শ্রমিকদের মধ্যে মহিলা এবং শিশুরাও ছিল। পেটের দায়ে তারা ভিন রাজ্যে কাজ করতে যায়। লকডাউনে কারণে কাজ না থাকায় তারা তাদের নিজেদের গ্রামের ফিরছিল। তাদের ফেরানোর জন্য বাসের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু পুলিশ আধিকারিকরা তাদের বাস থেকে নামিয়ে রাস্তার পাশে বসিয়ে তাদের গায়ে রাসায়নিক স্প্রে করে। ভিডিওতে দেখা যাচ্ছে কর্তব্যরত আধিকারিকরা চিৎকার করে পরিযায়ী শ্রমিকদের শিশু ও মহিলাদের বলছে “চোখ বন্ধ করে দিন”। কারণ এই রাসায়নিক স্প্রে চোখে গেলে চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের বক্তব্য জীবাণুমুক্ত করার অনেক উপায় আছে কিন্তু এভাবে স্প্রে করাটা একেবারেই নজিরবিহীন ঘটনা। তারা বলছেন এই রাসায়নিক স্প্রে তাদের গায়ের চামড়ারও অনেক ক্ষতি করতে পারে।

এই ভিডিওটি টুইট করে যোগী সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি টুইটে আবেদন করেন “আমি উত্তর প্রদেশের সরকারের কাছে আর্জি জানাচ্ছি আমরা সকলেই একসঙ্গে এই সংকটের মোকাবেলা করছি। দয়া করে এমন অমানবিক আচরণ করবেন না। এই শ্রমিকরা ইতিমধ্যেই অনেক ভোগান্তির মধ্যে দিয়ে গিয়েছেন, ওদের ওপর এভাবে রাসায়নিক স্প্রে করবেন না। এটা ওদের রক্ষা করবে না, বরং ওদের স্বাস্থ্যের ক্ষতি করবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর