খারাপ পারফরমেন্সের জন্য টি২০ বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কার। টি২০ বিশ্বকাপেও শুরুর দুই ম্যাচেই তাঁরা হেরেছিল। প্রথম ম্যাচে দঃ আফ্রিকার বিরুদ্ধে হার মানা গেলেও, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও হতশ্রী পারফরমেন্স দেখিয়েছিলেন ব্যাটাররা। বাংলাদেশের বিপক্ষেও ম্যাচ হেরে বসে হাসারাঙ্গা, মাথিসা পাথিরানাদের দল। এরপরই কার্যত ললাট লিখন স্পষ্ট হয়ে গেছিল, কিন্তু অঙ্কের নিরিখে সুযোগ ছিল। জিততেই হত শেষ দুই ম্যাচ, কিন্তু পোড়া কপালের কাছেই হার মানল শ্রীলঙ্কা ক্রিকেট দল। দুর্বল নেপালের বিরুদ্ধে ম্যাচও বৃষ্টির জন্য পরিত্যক্ত ঘোষণা করা হল, তাতেই তাঁদের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল।
টি২০ বিশ্বকাপের সুপার এইটের আশা জিইয়ে রাখতে গেলে শেষ দুই ম্যাচে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে জিততেই হত লঙ্কানদের। কিন্তু ফ্রোরিডায় বৃষ্টির জন্য ম্যাচ শুরু করাই গেল না। ওভার কমিয়েও ম্যাচ শুরু করা না যাওয়ায়, লঙ্কানদের বিদায় আইসিসি টি২০ বিশ্বকাপ থেকে নিশ্চিত হয়ে গেল। কারণ এই পরিস্থিতি থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গাদের দল যদি পরের রাউন্ডে যায়, তাহলে সেটা হবে মিরাকেল।
কারণ বাংলাদেশকে নেপালের বিরুদ্ধে হারতে হবে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হতে হবে, কারণ নেদারল্যান্ডসও ২ পয়েন্টে রয়েছে। আবার নেদারল্যান্ডসকে হারতে হবে লঙ্কানদের কাছে। এত জটিল অঙ্ক মেলাতে পারলে তবে লঙ্কানদের পরের রাউন্ডে যাওয়া সম্ভব, বাস্তবিক ক্ষেত্রে যার সম্ভাবনা নেই বললেই চলে। একবার দেখে নেওয়া যাক, গ্রুপ ডি-এর পয়েন্ট টেবিল।
গ্রুপ ডি পয়েন্ট তালিকা-
১ নম্বরে থাকা দঃ আফ্রিকা তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে, রয়েছে ৬ পয়েন্টে
২ নম্বরে থাকা বাংলাদেশ দুটি ম্যাচ খেলে একটিতে জিতেছে, রয়েছে ২ পয়েন্টে
৩ নম্বরে থাকা নেদারল্যান্ডস দুটি ম্যাচ খেলে একটিতে জিতেছে, তাঁদেরও ঝুলিতে ২ পয়েন্ট
৪ নম্বরে থাকা নেপাল ২ ম্যাচ খেলে একটিতে হেরে এবং একটি ম্যাচ ড্র হওয়ায় রয়েছে ১ পয়েন্টে, নেট রান রেটে তাঁরা শ্রীলঙ্কার থেকে এগিয়ে
৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে নেট রান রেটে সবার তলায় রয়েছে শ্রীলঙ্কা, তাঁদের স্থান পয়েন্ট তালিকায় পঞ্চম।
বাংলাদেশের ম্যাচ বাকি রয়েছে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচদের ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে। নেপালের ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশ এবং দঃ আফ্রিকার বিরুদ্ধে। অন্যদিকে শ্রীলঙ্কার ম্যাচ বাকি নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ফলে অঙ্ক বেশ জটিল লঙ্কানদের সামনে।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!