লকডাউনের সুযোগ নিয়ে, শুরু হয়েছে ওষুধের কালোবাজারি - Bangla Hunt

লকডাউনের সুযোগ নিয়ে, শুরু হয়েছে ওষুধের কালোবাজারি

By Bangla Hunt Desk - March 28, 2020

বালুরঘাট ২৮ মার্চ ; লকডাউনে ঘরবন্দী মানুষের সুযোগকে কাজে লাগিয়ে ওষুধের কালোবাজারি চালানোর অভিযোগ একাংশ অসুধ ব্যবসায়ীর বিরুদ্ধে। রাতারাতি একাধিক দোকান থেকে উধাও ছাড়ের ব্যানার পোস্টারের বিজ্ঞাপন। বিগত কয়েকদিন ধরে এই চিত্রই ফুটে উঠেছে বালুরঘাট শহরের বেশকিছু ওষুধের দোকানে।

ক্রেতা টানতে শতাংশ হারে ছাড় দেবার বিশেষ পোস্টার লাগিয়ে আকর্ষন করতেন ওষুধ ব্যবসায়ীরা। কিন্তু বিগত কয়েকদিনে করোনার লক ডাউনে মানুষ ঘরবন্দী হতেই কিছু অসাধু ব্যবসায়ী সেই চিত্রই উল্টে দিয়েছে। ‘ওষুধে কোন ছাড় নেই, দূরত্ব বজায় রাখুন’ এমনটা জানিয়ে নতুন ব্যানারও ঝুলিয়েছেন শহরের কিছু ব্যবসায়ী বলে অভিযোগ।

আজ বালুরঘাট শহরের বেশ কিছু অসুধের দোকানের সামনে গিয়ে তেমন চিত্র দেখা যাওয়ার পাশাপাশি অসুধ কেনার জন্য ক্রেতাদের সোসাল ডিসটান্স মেনে চলে লম্বা লাইন।

আজ শহরের সাড়ে তিন নম্বর মোড় এলাকায় একটি ওষুধের দোকানে এমন দৃশ্য সামনে আসতেই শুরু হয় ক্রেতাদের মধ্যে নানা গুঞ্জন। লকডাউনের সময়সীমা বৃদ্ধি ও মানুষের ঘরবন্দীর সুযোগকে কাজে লাগিয়ে এমন ফন্দি এঁটেছেন ওই অসাধু ওষুধ ব্যবসায়ীরা বলেও ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতাদের একাংশ। সব দেখেশুনে প্রশাসনও কেন নিশ্চুপ রয়েছে সে প্রশ্নও তুলেছেন বাসিন্দাদের একাংশ।

করোনা আতঙ্ক নিয়ে শুরু থেকেই বিপাকে পড়েন সাধারণ মানুষ । বিশেষ করে দ্বিতীয় দফায় লকডাউনে সময়সীমা বাড়িয়ে দিতেই চিন্তাই পড়েন অনেকেই । যাঁদের প্রতিনিয়ত ওষুধ প্রয়োজন তাঁদের মধ্যে শুরু হয় চরম আতঙ্ক। সঠিক সময়ে ওষুধের যোগান না পেলে বিপদের সম্মুখীন হতে হবে এমন চিন্তা থেকে অনেকেই দুই থেকে ৩ মাসের ওষুধ বাড়িতে কিনে মজুত করতে শুরু করেন। আর এই সুযোগকে কাজে লাগিয়েই ক্রেতা ধরতে ওষুধের দোকানে লাগানো ১০ থেকে ২০ শতাংশ ছাড়ের ব্যানার পোস্টার তুলে নেন একাংশ ব্যবসায়ীরা ।

শহরের এক ওষুধ বিক্রেতা ত্রিদীপ চৌধুরী জানিয়েছেন, লোকাল বাজারে ওষুধ পাওয়া যাচ্ছে না । যে কারণেই বাইরে থেকে গাড়ি ভাড়া করে ওষুধ আনতে হচ্ছে । ফলে শতাংশের ছাড় তুলে দেওয়া হয়েছে ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই। যদি এমনটা হয় তাহলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর