কাঁচরাপাড়ার কালিনগর রোডে, "শহীদ ভগৎ সিং কমিটির" উদ্যোগে গরীব-দুস্থদের মধ্যে চাল-ডাল বিতরণ - Bangla Hunt

কাঁচরাপাড়ার কালিনগর রোডে, “শহীদ ভগৎ সিং কমিটির” উদ্যোগে গরীব-দুস্থদের মধ্যে চাল-ডাল বিতরণ

By Bangla Hunt Desk - March 28, 2020

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক। সারা ভারত জুড়ে চলছে লকডাউন। জিনিসপত্রের দাম হয়েছে আকাশছোঁয়া। আর ঠিক তখনই গরীব মানুষগুলোর পাশে এসে দাঁড়ালো এলাকার কিছু যুবক। গরীব মানুষগুলোর হাতে তুলে দিলেন চাল,ডাল ও মাক্স।

কাঁচরাপাড়া কালিনগর রোডের ৭নং ওয়ার্ডের “শহীদ ভগৎ সিং কমিটির” পক্ষ থেকে এলাকার কিছু যুবক এই অঞ্চলের গরীব-দুঃস্থ ৫০ টি পরিবারের হাতে চাল,ডাল ও মাক্স তুলে দিলেন। চাল,ডাল ও মাক্স স্বভাবতই খুশি এলাকার গরীব খেটে খাওয়া মানুষগুলো। এলাকার গরিব মানুষ গুলির বক্তব্য আমরা দিন আনি দিন খাই। লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই আমাদের সংসার টানতে অসুবিধা হচ্ছে। এই অনটনের সময় এলাকার ছেলেরা আমাদের চাল ডাল দিয়ে সাহায্য করল, এতে আমরা খুব খুশি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর