সামাজিক দূরত্ব বজায় রাখতে, এবার হাসপাতালে মধ্যে গন্ডি কেটে দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ - Bangla Hunt

সামাজিক দূরত্ব বজায় রাখতে, এবার হাসপাতালে মধ্যে গন্ডি কেটে দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ

By Bangla Hunt Desk - March 28, 2020

মালদা, ২৮ মার্চ : সামাজিক দূরত্ব বজায় রাখতে মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক চত্বরে সাদা রং দিয়ে গণ্ডি আঁকলেন হাসপাতাল কর্তৃপক্ষ।

করোনা মোকাবিলায় সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও চলছে লকডাউন। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক চত্বর, সিঁড়ি এবং ব্লাড ব্যাংকের সামনে সাদা রঙ দিয়ে গন্ডি এঁকে দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

রোগীর পরিজনেরা রক্তের জন্য ব্লাড ব্যাংকে পৌঁছলে তারা যেন সামাজিক দূরত্ব বজায় রাখেন। সেই কারণে ১ মিটার দূর অন্তর গন্ডি কেটে দেওয়া হয়। কোনভাবেই যেন একজনের সাথে আরেকজনের সংস্পর্শ না হয়।সেই কারণে ব্লাডব্যাংক চত্বর, দোতালায় ওঠার সিঁড়ি এবং ব্লাড ব্যাংকের সামনে সাদা রং দিয়ে আঁকা হয় সামাজিক দূরত্বের গণ্ডি।
এর মাধ্যমে তারা করোনা মোকাবেলার বার্তা দেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর