BIG BREAKING: বিশ্বের সবথেকে বেশি করোনা আক্রান্তের সংখ্যা এখন আমেরিকায় - Bangla Hunt

BIG BREAKING: বিশ্বের সবথেকে বেশি করোনা আক্রান্তের সংখ্যা এখন আমেরিকায়

By Bangla Hunt Desk - March 27, 2020

চীন আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল করোনা নিয়ে উদ্বেগে রয়েছে ইতালি, ফ্রান্স, স্পেনের মত দেশ। কিন্তু এই মুহূর্তে করোনা থাবা পড়েছে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ আমেরিকায়। ভয়াবহ অবস্থা এখন আমেরিকায়। এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যায় চিন, ইতালিকেও ছাড়িয়ে গেল আমেরিকা।

তীব্র সংকটে আমেরিকা। এবার মৃত্যুর নিরিখে চীন ও ইতালিকেও টপকে গেল আমেরিকা। আমেরিকায় দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমনের সংখ্যা। আমেরিকার অনেক শহরকে লকডাউন করা হয়েছে, রাস্তাঘাট সব ফাঁকা জনমানবহীন হলেও মৃত্যুপুরী হতে চলেছে আমেরিকা। কিছুতেই রোখা যাচ্ছেনা এই করোনাকে। আমেরিকায় এখন করোনা আক্রান্তের সংখ্যা চীন, ইতালিকেও ছাড়িয়ে গেছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আমেরিকায় এখন করোনা ভাইরাসে আক্রান্ত ৮২ হাজারেরও বেশি মানুষ। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৩৩ জনের।

এদিকে ভারতের মাটিতেও আধিপত্য বিস্তার করতে চলেছে করোনা। দেশ জুড়ে লকডাউন থাকা সত্ত্বেও ধীরে ধীরে বাড়ছে করোনার প্রকোপ। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ভারতে আক্রান্তের সংখ্যা ৭০০ বেরিয়ে গিয়েছে আর মৃতের সংখ্যা ১৮ পৌঁছেছে। করোনা যাতে আর বিস্তার লাভ না করে এই জন্য প্রধানমন্ত্রীও হাতজোড় করে সকলকে ঘরে থাকার জন্য অনুরোধ করেছেন।

আমাদের রাজ্যে এখনও পর্যন্ত করোনার সংখ্যা বেড়ে ১০। ও মৃত ১। গোটা দেশে সরকার লক ডাউনকে হাতিয়ার করে করোনা স্টেজ-থ্রি বা তৃতীয় পর্যায়ের সংক্রমন আটকাতে মারিয়া ভারত। অন্যদিকে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর