৫ লক্ষ টাকা গাড়ি ভাড়া দিয়ে কেরল থেকে ফিরল ৫০ জন শ্রমিক - Bangla Hunt

৫ লক্ষ টাকা গাড়ি ভাড়া দিয়ে কেরল থেকে ফিরল ৫০ জন শ্রমিক

By Bangla Hunt Desk - March 26, 2020

বালুরঘাট, ২৬ মার্চ ; ৫ লক্ষ টাকা দিয়ে গাড়ি ভাড়া করে কেরলা থেকে দক্ষিন দিনাজপুর জেলার নিজেদের বাড়ি ফিরল ৫০ জন শ্রমিক। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দা ওই শ্রমিকরা। বুধবার ওই গাড়ি হরিরামপুরে এসে পৌঁছায়। করোনা আতঙ্কের মধ্যে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকরা বাড়ি ফিরতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁদের পরিবারের সদস্যরা ।

কাজের সন্ধানে বেশকিছু দিন আগে হরিরামপুরের বিভিন্ন এলাকা থেকে কেরলে পাড়ি দিয়েছিলেন ওই ৫০ জন শ্রমিক।

বুধবার শ্রমিকরা নামতেই এলাকায় পৌঁছায় বিডিও সহ এলাকার বিএমওএইচ। সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, ভিনরাজ্য থেকে ওই শ্রমিকরা ফিরেছেন । তাঁদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর