ঋতুস্রাবে মহিলাদের ছুটির প্রয়োজন নেই! ঋতুকালীন ছুটির ঘোর বিরোধি স্মৃতি ইরানি - Bangla Hunt

ঋতুস্রাবে মহিলাদের ছুটির প্রয়োজন নেই! ঋতুকালীন ছুটির ঘোর বিরোধি স্মৃতি ইরানি

By Bangla Hunt Desk - December 14, 2023

বাংহাহান্ট ডেক্সঃ ঋতুস্রাব সাধারণ বিষয়, তাই ঋতুকালীন মহিলাদের ছুটির কোন প্রয়োজন নেই এমনটাই মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বুধবার রাজ্যসভায় সাংসদ মনোজ কুমার ঝায়ের একটি প্রশ্নের জবাবে স্মৃতি বলেন, ঋতুস্রাব মহিলাদের জীবনের একটি স্বাভাবিক অংশ, এটি কোনও প্রতিবন্ধকতা নয়। ঋতুস্রাবের জন্য বিশেষ ছুটি মঞ্জুর করার করা উচিত নয়।

মহিলাদের ঋতুস্রাব নিয়ে সংসদে অকপট স্মৃতি। তাঁর মতে, ঋতুস্রাবের সময় মহিলাদের সবেতন ছুটি তাঁদের প্রতি বৈষম্য হতে পারে। এই বিষয়ে সংসদে সকলকে সতর্ক করেন স্মৃতি। বলেন, ‘সংসদে এমন কোনও প্রস্তাব রাখা উচিত নয় যেখানে মহিলাদের সমান সুযোগ থেকে বঞ্চিত হতে হয়। যে সকল মহিলার ঋতুস্রাব হয় না মাসিকের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গিতে এক্ষেত্রে আলাদা করে গুরুত্ব দেওয়ার কোনও অর্থ হয় না।’

নিজের বক্তব্যে স্মৃতি ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি সংক্রান্ত সচেতনতার গুরুত্বের কথাও বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কর্তৃক এই বিষয়ে একটি খসড়া জাতীয় নীতি প্রনয়ণের কথাও বলেন। স্মৃতির কথায়, ‘কিছু সামাজিক নিষেধাজ্ঞা জড়িয়ে রয়েছে মহিলাদের ঋতুস্রাবের সঙ্গে। মহিলার স্বাধীন ঘোরাফেরাও বন্ধ করা হয়। বহু ক্ষেত্রে মহিলারা ঋতুস্রাবের সময় হেনস্থার শিকারও হন। সামাজিক ছুৎমার্গের কারণে স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় তাঁদের। যখন কোনও কিশোরী শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং এই পরিবর্তন সম্পর্কে অবগতই না হয়, তখন বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে।’

প্রসঙ্গত, কংগ্রেস সাংসদ শশী থারুর গত ৮ ডিসেম্বর ঋতুস্রাবকালীন সবেতন ছুটির প্রসঙ্গে তুলেছিলেন সংসদে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বুধবার এই বিষযে জানান, ভারত সরকার এখনও পর্যন্ত ঋতুস্রাবকালীন সবেতন ছুটির কোনও প্রস্তাব করেনি। সংসদে সোমবার একটি রিপোর্ট জমা দেওয়া হয় যেখানে মহিলাদের ঋতুস্রাবের সমস্যাকে গুরুতর স্বাস্থ্যসমস্যা হিসাবে বিবেচনা করে সেই সময় ছুটির অধিকারের দাবি করা হয়। বুধবার সংসদে সেই দাবি ঘিরেই সংসদে সওয়াল-জবাব পর্ব চলে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর