Sukanta Majumder: তৃণমূল বলত খেলা হবে, কিন্তু আর খেলতে আসছেন না ভাইপো! সভায় সুকান্তর তির - Bangla Hunt

Sukanta Majumder: তৃণমূল বলত খেলা হবে, কিন্তু আর খেলতে আসছেন না ভাইপো! সভায় সুকান্তর তির

By Bangla Hunt Desk - May 20, 2023

বাংলাহান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। আর তারপরই যেন বিরোধীদের সুর একেবারে সপ্তমে চড়েছে। গোসাবার মোল্লাখালিতে জনসভা ছিল বিজেপির। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। সেই সভা থেকে তিনি তৃণমূলকে নিশানা করে একের পর এক তির ছোঁড়েন। মূলত নাম না করে এদিন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন।

তাঁর মতে একটা সময় তৃণমূল বলত খেলা হবে। আর আজ সিবিআই বলছে আয় খেলতে আয়। আর খেলতে আসছেন না ভাইপো। একেবারে চাঁচাছোলা আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে।

আরো পড়ুন- কর্ণাটকে যাওয়ার আগেই বিরোধী জোট নিয়ে বিস্ফোরক বার্তা নীতীশ কুমারের

সুকান্ত মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভাইপো কাল ডাক পেয়েছে। হাইকোর্ট ২৫ লাখ টাকা জরিমানা করেছে। ভাইপোর পদে পদে পিসিও যাবে। যেমন অনুব্রত মণ্ডল আর তার মেয়ে। দুই ঘরে পাশাপাশি। এদিকে একটা ব্লক। ওদিকে একটা ব্লক। তিহাড় জেলে বসে বেদের মেয়ে জ্যোৎস্নার গান গাইছে। থালা বাটি কম্বল, জেলখানা সম্বল। অপেক্ষা করুন। পিসি ভাইপোকেও একই গান গাওয়াবো। থালা বাটি কম্বল, জেলখানা সম্বল। পিসি ভাইপো সেই একই গান গাইবে। সেই দিন আসছে।

সেই সঙ্গেই তিনি বলেন, ভাইপো দুদিন আগেই বলছিল আমি যদি দুর্নীতি করে থাকি তবে ফাঁসির দড়ি গলায় দিয়ে দেব। আর এখন সিবিআই ডাকছে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে ঘুরে বেড়াচ্ছে। আগে তৃণমূল গান চালাতেন খেলা হবে। এখন তারা আর ওসব গান চালান না। এখন সিবিআই বলছে আয় খেলব তোর সাথে। কিন্তু যাচ্ছে আর না। সিবিআই ডাক পেতেই চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়েও বাঁচতে পারবেন না। কারণ কয়লা তোমার পকেটে ঢুকেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর