কর্ণাটকে যাওয়ার আগেই বিরোধী জোট নিয়ে বিস্ফোরক বার্তা নীতীশ কুমারের - Bangla Hunt

কর্ণাটকে যাওয়ার আগেই বিরোধী জোট নিয়ে বিস্ফোরক বার্তা নীতীশ কুমারের

By Bangla Hunt Desk - May 20, 2023

শনিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন এবং ডি কে শিবকুমার তাঁর উপ-মুখ্যমন্ত্রী হবেন।

শনিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন এবং ডি কে শিবকুমার তাঁর উপ-মুখ্যমন্ত্রী হবেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ছে। এদিকে বিজেপিকে উৎখাত করার জন্য বিরোধী দলগুলিও একজোট হওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। এই প্রসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘কর্ণাটকে কংগ্রেসের জয় খুবই গুরুত্বপূর্ণ। যাঁরা মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন, তাঁদের সঙ্গে আমাদের ইতিমধ্যেই যোগাযোগ ছিল। কংগ্রেস দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে আমাকে আসতেও বলেছেন।‘ দেখুন ভিডিও…

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর