'দ্য কেরালা স্টোরি' ব্যান! বিরোধীদের বিরুদ্ধে গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী - Bangla Hunt

‘দ্য কেরালা স্টোরি’ ব্যান! বিরোধীদের বিরুদ্ধে গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী

By Bangla Hunt Desk - May 11, 2023

‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) সিনেমা নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। একাধিক রাজ্য ইতিমধ্যে এই ছবিটিকে করমুক্ত করে দিয়েছে। আবার অনেক রাজ্য সিনেমাটিকে ব্যান করে দিয়েছে। এই সিনেমা নিয়ে এবার বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। তিনি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি অন্য রাজ্যগুলিকে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটিকে করমুক্ত করতে বলছি না, তবে তাদের এটি নিষিদ্ধ করাও উচিৎ নয়। বিরোধী দলগুলিকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে তারা দেশ ও জাতির কন্যাদের পাশে দাঁড়াবেন নাকি সন্ত্রাসের জন্য যারা দায়ী তাদের পাশে দাঁড়াবেন। বিরোধী দলগুলি এতটাই নীচে নেমে যাচ্ছে যে দেশের মহিলাদের সুরক্ষার চেয়ে তুষ্টকরণের রাজনীতি তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।’ দেখুন ভিডিও…

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর