

গতকাল মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে রাজ্যে ২৭শে মার্চের পরিবর্তে ৩১ শে মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিলেন। কিন্তু পরিস্থিতির ভয়াবহতার কথা বিবেচনা করে গতকাল প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি বলেন কাল রাত ১২ টার পর থেকে আগামী ১৪ ই এপ্রিল তিন সপ্তাহ পর্যন্ত সারা দেশ জুড়ে লকডাউন থাকবে। আর এই কথা শোনার পরেই সাধারণ মানুষ নিজের প্রয়োজনীয় রসদ কেনার জন্য ভিড় শুরু করে দেন বাজারগুলিতে।
আজ সকাল থেকেই কলকাতা সহ জেলার সমস্ত বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য মানুষ ভিড় শুরু করে দেন। করোনা আতঙ্কের সঙ্গে মানুষের শুরু হয়েছে পেটের আতঙ্ক। যদিও সরকারের তরফে আগেই বলা হয়েছে লকডাউন থাকা অবস্থায় সমস্ত মেডিকেল স্টোর, অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে। কিন্তু সাধারণ মানুষ মনে করছে এত দীর্ঘ দিন দিন লকডাউন থাকার কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অভাব দেখা দেবে। সাপ্লাই লাইন কেটে যাওয়ার কারণে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে। এরপর কালোবাজারে শুরু হবে। তাই সাধারন মানুষ আগেভাগেই তার প্রয়োজনীয় রসদ টুকু ঘরে তুলে নিচ্ছে। আজ কলকাতার বিভিন্ন বাজারগুলোতে সবজির দাম আকাশছোঁয়া। কলকাতা কোলে মার্কেট এ ভেন্ডি ১০০ টাকা কিলো,পটল ১০০ টাকা কিলো বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির দামও আকাশ ছোঁয়া। কলকাতার বিভিন্ন বাজারগুলোতে সবজি ট্রেনে করে। কিন্তু ট্রেন বন্ধের কারণে সবজি আসার বন্ধ হয়ে গেছে। সবজি দোকানিরাও বলছেন তাদের কাছে যেটুকু সবজি মজুদ আছে বড়জোর দু-তিন দিন চলতে পারে।
গতকাল টুইট করে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। বলেন, অনেকেই এখনও লকডাউনকে গুরুত্ব দিয়ে নিচ্ছেন না। এখনও অনেকের হুঁশ ফিরছে না। বাড়িতে থাকুন। সতর্ক থাকুন। নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখুন। একইসঙ্গে রাজ্যগুলি কড়া হাতে লকডাউন সুনিশ্চিত করতে নির্দেশ দেন মোদী। কেউ আইন ভাঙলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন।
এরপরই তিনি গত কাল রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন রাত ১২ টার পর থেকে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত অর্থাৎ ২১ দিন সারা দেশ জুড়ে লকডাউন থাকবে।
প্রধানমন্ত্রী আরও বলেন ‘এটাও এক ধরনের কার্ফু। কেউ বাড়ি থেকে বেরতে পারবেন না। এভাবেই করোনা ভাইরাস থেকে বাঁচানো সম্ভব।’
তিনি বলেন, ‘২১ দিন নিয়ন্ত্রণে আনতে না পারলে ২১ বছর পিছিয়ে যেতে হবে আপনাদের।’ মঙ্গলবার মধ্যরাত থেকে জারি হচ্ছে এই লকডাউন। মোদী বলেন, ‘হাত জোড় করে প্রার্থনা করছি। আপনি সেইসব লোকের জন্য ভাবুন, যারা নিজেদের কর্তব্যের জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াই করছেন।’

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স