'হুজুর, ওটা ফলস কেস'! কাতর সুরে জামিন চাইছেন বীরভূমের বাঘ অনুব্রত - Bangla Hunt

‘হুজুর, ওটা ফলস কেস’! কাতর সুরে জামিন চাইছেন বীরভূমের বাঘ অনুব্রত

By Bangla Hunt Desk - April 27, 2023

গোরু পাচারকাণ্ডে দিল্লির তিহাড় জেলে বন্দি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। একই মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনও তিহাড় জেলে বন্দি। দু’জনকে আজই ভার্চুয়ালি আসানসোলেক বিশেষ সিবিআই আদালতে পেশ করে ইডি।

এদিন ভার্চুয়াল শুনানি চলাকালীন আসানসোল বিশেষ সিবিআই আদলতের বিচারক রাজেশ চক্রবর্তীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন অনুব্রত। অনুব্রতর হালহকিকত সম্পর্কে খোঁজ নেন বিচারক।

আরো পড়ুন- ED হেফাজতে অনুব্রতর একমাত্র মেয়ে সুকন্যার প্রথম রাত! কী কী ছিল মেনুতে?

আসানসোল আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রতকে জিজ্ঞাসা করেন, ‘‘অনুব্রতবাবু কেমন আছেন?’’ অনুব্রত জানান, তাঁর শরীর ভাল নেই। তাঁর ‘অনেক সমস্যা’ রয়েছে বলেও জানান তিনি। এর পর বিচারক জিজ্ঞাসা করেন, ‘‘আপনি যে আসানসোল জেলে ফেরার আবেদন করেছিলেন দিল্লি হাইকোর্টে তার স্ট্যাটাস কী?’’ উত্তরে অনুব্রত বলেন, ‘‘স্যর এখনও সেটা চলছে। আমাকে আসানসোল জেলে ফেরত চেয়ে নিন।’’ তার জবাবে বিচারক বলেন, ‘‘ওটা তো হাইকোর্টের বিষয়। আমার হাতে নেই।’’

এর পর বিচারক আবার অনুব্রতকে জিজ্ঞাসা করেন, ‘‘এমনি কেমন আছেন?’’ উত্তরে অনুব্রত বলেন, ‘‘ঠিক আছি।’’

এর পর, সহগলকে বিচারক জিজ্ঞেস করেন, ‘‘সহগল, সব ঠিক আছে?’’ সেই সময় পাশ থেকে অনুব্রত বলে ওঠেন, ‘‘সিবিআই মামলায় আমায় এ বার বেল (জামিন) দিয়ে দিন। ওটা ফলস কেস!

এর উত্তরে বিচারক বলেন, ‘‘আমরা এ ভাবে জামিন দিতে পারি না, দু’পক্ষের আইনজীবীর কথা না শুনে কী ভাবে জামিন দেব? তার জন্য আপনার আইনজীবী তো আবেদন করবে। তার পর তো শুনানি হবে। কিন্তু সেটা তো কেউ করেননি। আমি কী জানি, সেটা বড় কথা নয়। আর আপনার মামলা তো দিল্লি হাইকোর্টে রয়েছে। সেটা কী হল তা জেনে আসানসোল জেলে নিয়ে আসার সিদ্ধান্ত হবে।’’

এর পর বিচারক অনুব্রতকে আবার প্রশ্ন করেন, ‘‘তিহাড় জেলে কেমন আছেন? যদি কোনও অসুবিধা হয় জেল সুপারকে জানাবেন। ওখানে পরিবেশ তো একটু আলাদা। কোনও রকম দ্বিধা-সঙ্কোচ করবেন না।’’ ওই মামলার পরবর্তী শুনানি আগামী ১১ মে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর