ভয়ঙ্কর পরিস্থিতি! ভারতে করোনায় আক্রান্ত হতে পারে ৪ থেকে ৮ লক্ষ মানুষ - Bangla Hunt

ভয়ঙ্কর পরিস্থিতি! ভারতে করোনায় আক্রান্ত হতে পারে ৪ থেকে ৮ লক্ষ মানুষ

By Bangla Hunt Desk - March 24, 2020

ভারতে করোনার সংক্রমণ দিনদিন হু হু করে বেড়েই যাচ্ছে। মানুষ যদি এখন থেকেই সচেতন না হয়,তাহলে ভারতে সুনামির মতো আসবে করোনা, আর তাতে আক্রান্ত হবে ৩ কোটি মানুষ। এমনটাই মনে করছেন মার্কিন স্বাস্থ্য সংস্থা সেন্টার ফর ডিজিজ ডাইনামিকস ইকোনমিক্স এন্ড পলিসি।

সংস্থার পরিচালক রামানান লক্ষীনারায়ন একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন আমরা যদি বেশি লোককে টেস্ট করতাম, তাহলে বেশি সংক্রামনের ঘটনা পেতাম, কিন্তু সারা বিশ্ব জুড়েই কম পরিমাণে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আমি মনে করি যখন এই পরীক্ষা-নিরীক্ষা বেশি হবে তখন কয়েক সপ্তাহের মধ্যেই এটি হাজার হাজার ছাড়িয়ে যাবে। আর এ জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে ভারতের জনসংখ্যার ঘনত্ব এত বেশি যে এখানে এটি দ্রুত সংক্রামিত হতে পারবে। যেমনটা হয়েছিল চিনে। এই রোগটি হয়তো এখন কমিউনিটিতে সংক্রামিত হচ্ছে। মনে রাখতে হবে প্রত্যেকটি কেস কিন্তু দুটি করে বেশি সংক্রমণ ছড়াচ্ছে। তিনি আরো বলেন সবচেয়ে ভালো উত্তর আসবে গাণিতিকভাবে হিসাব করলে যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রের ২০ থেকে ২৬ শতাংশ লোক আক্রান্ত হবে বলে হিসাব করে হচ্ছে। আর ভারতে যদি ২০ শতাংশ লোকও আক্রান্ত হয় তাহলে সংখ্যা দাঁড়াবে ৩ কোটি। এখানে প্রতি ৫ জনে একজন বা ১০ জনের একজন মারাত্মকভাবে আক্রান্ত হতে পারে। তাতে ৪ থেকে ৮ লক্ষ লোক মারাত্মকভাবে সংক্রমিত হতে পারে। যাদের হাসপাতালে ভর্তি করতে লাগবে। কিন্তু ভারতে চীন বা অন্যান্য উন্নতশীল দেশ গুলির মত প্রয়োজনমতো হাসপাতালের যন্ত্রপাতি নেই। পুরো ভারত জুড়ে প্রায় ৭০ হাজার থেকে ১ লাখ ICU বেড আছে। কিন্তু এখন সেগুলো তৈরীর মত সময় আমাদের হাতে নেই। সময় আছে মাত্র ৩ সপ্তাহ। চীন যেভাবে করেছিল আমাদের কেউ সেই ভাবেই করতে হবে। সাময়িক হাসপাতাল তৈরি করতে হবে। কিছু স্থাপনা কে অস্থায়ী হাসপাতালে পরিণত করতে হবে। যত বেশি সংখ্যক পারা যায় ভেন্টিলেটার সিস্টেম সংগ্রহ করতে হবে। তিনি বলেন আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই যেটা ভাল হয় সেটা করে ফেলতে হবে। কারণ অবস্থা এমনই। তিনি বলেন ধরুন, একটি সুনামি আসছে, আর আপনি বিচে দাঁড়িয়ে আছেন। আপনি যদি দাঁড়িয়ে থাকেন আপনি শেষ। আপনি যত জোরে দৌড়াতে পারেন দৌড়ান, আপনার বাঁচার আশা ততবেশি। তিনি মনে করেন মানুষকে আতঙ্কিত না করে প্রস্তুতি নিতে হবে আমাদের। আর এটাও মনে রাখতে হবে জীবনে এরকম একবারই ঘটতে চলেছে। এর জন্য সরকার সাধারণত প্রস্তুত থাকে না। ভারতে করোনা সংক্রমণ এখনো পর্যন্ত দ্বিতীয় পর্যায় থাকলেও আর কিছুদিনের মধ্যেই সেটা তৃতীয় পর্যায়ে পৌঁছে যাবে। সেই জন্যই এই সংক্রমণ আটকাতে কেন্দ্র এবং রাজ্য সরকার গুলিকে সবরকম ব্যবস্থা নিতে হবে।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী দেশে এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ পেরিয়েছে। মোট আক্রান্ত ৫১১ জন এবং দেশে মৃতের সংখ্যা বেড়ে ১০। সর্বশেষ এই মরণ ভাইরাসের সংক্রমণের শিকার হয় মৃত্যু হল ৬৫ বছরের এক বৃদ্ধের। জানা গেছে তিনি আরব আমিরসহ থেকে ফিরেছিলেন। আরব আমিরসহ থেকে ফিরে তিনি আবার আমেদাবাদ গিয়েছিলেন। এরপর অসুস্থ হাসপাতালে ভর্তি হন। তারপর মারা যান তিনি।

এদিকে পরিস্থিতি বিচার করে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন আজ রাত ১২ টার পর থেকে আগামী ১৪ই এপ্রিল ৩ সপ্তাহ পর্যন্ত গোটা দেশ লকডাউন থাকবে। এই সময় ভারতের সমস্ত গ্রাম, শহর, কেন্দ্রশাসিত অঞ্চল গুলি লকডাউন থাকবে। করোনার জন্য আমাদের সবাইকে এত বড় আর্থিক ক্ষতি সইতেই হবে। প্রধানমন্ত্রী আরো বলেন,‘এটাও এক ধরনের কার্ফু। কেউ বাড়ি থেকে বেরতে পারবেন না। এভাবেই করোনা ভাইরাস থেকে বাঁচানো সম্ভব।’

তিনি বলেন, ‘২১ দিন নিয়ন্ত্রণে আনতে না পারলে ২১ বছর পিছিয়ে যেতে হবে আপনাদের।’ মঙ্গলবার মধ্যরাত থেকে জারি হচ্ছে এই লকডাউন। মোদী বলেন, ‘হাত জোড় করে প্রার্থনা করছি। আপনি সেইসব লোকের জন্য ভাবুন, যারা নিজেদের কর্তব্যের জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াই করছেন।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর