ভয়াবহ আগুন লাগল সল্টলেকের ফাল্গুনী বাজার এলাকায়। রবিবার সন্ধ্যায় বাজার সংলগ্ন বস্তিতে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টাতেও সেই আগুন নেভাতে পারেনি দমকল বাহিনী। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।
জানা গিয়েছে, রবিবার সন্ধে সোয়া ৭টা নাগাদ আগুন লেগে যায় এলাকায়। আগুনে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। ফলে দ্রুত বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড় আগুন। ফাল্গুনী বাজারের ওই এলাকায় বেশ কয়েকটি আবাসন রয়েছে। আগুন লেগেছে সেই আবাসনের লাগোয়া ঝুপড়ি এলাকায়। দাহ্য পদার্থ থাকায় ঝুপড়িগুলিত্ দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
আরো পড়ুন- DA : বাংলায় ফের ধর্মঘট!
স্থানীয় সূত্রে খবর, ওই বস্তি এলাকায় ১০০টিরও বেশি ঘর ছিল। অধিকাংশই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঝুপড়ির বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হলেও আগুনের লেলিহান শিখায় মাথার ওপর ছাদ হারিয়েছেন বহু মানুষ। এখনও আগুন অনেকটা নিয়ন্ত্রণ হলেও বেশকিছু জায়গায় রয়ে গিয়েছে পকেট ফায়ার। সেগুলি নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। একইসঙ্গে আর কোনও সিলিন্ডারে যাতে বিস্ফোরণ না হয়, সেই দিকটিও খেয়াল রাখতে হচ্ছে দমকলকর্মীদের।
এদিকে খবর পেয়ে দ্রুত এলাকায় হাজির হন দমকলমন্ত্রী সুজিত বসু। প্রথমে তিনি জানান, এলাকাটি অত্যন্ত সংকীর্ণ হওয়ায় দমকলবাহিনীর সবক’টি ইঞ্জিন পৌঁছতে পারেনি এলাকায়। ফলে এলাকায় দশটি ইঞ্জিন থাকলেও আগুন নেভানোর কাজ করতে পারছে চারটি ইঞ্জিন। আবাসনের পাঁচিলের বাইরে থেকে হোসপাইপে করে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বাকি ইঞ্জিনগুলি। ফলে আগুন নেভাতে অসুবিধা হচ্ছে। পরে অবশ্য তিনি জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। বাকিটাও নিভিয়ে ফেলা হবে।
দমকলমন্ত্রীর পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং স্থানীয় কাউন্সিলররা। মেয়র জানান, আপাতত আশ্রয়হীনদের একটি কমিউনিটি হলে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে প্রশাসন। এদিকে আগুন সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন গৃহহীনরা।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!