

ভয়াবহ আগুন লাগল সল্টলেকের ফাল্গুনী বাজার এলাকায়। রবিবার সন্ধ্যায় বাজার সংলগ্ন বস্তিতে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টাতেও সেই আগুন নেভাতে পারেনি দমকল বাহিনী। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।
জানা গিয়েছে, রবিবার সন্ধে সোয়া ৭টা নাগাদ আগুন লেগে যায় এলাকায়। আগুনে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। ফলে দ্রুত বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড় আগুন। ফাল্গুনী বাজারের ওই এলাকায় বেশ কয়েকটি আবাসন রয়েছে। আগুন লেগেছে সেই আবাসনের লাগোয়া ঝুপড়ি এলাকায়। দাহ্য পদার্থ থাকায় ঝুপড়িগুলিত্ দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
আরো পড়ুন- DA : বাংলায় ফের ধর্মঘট!
স্থানীয় সূত্রে খবর, ওই বস্তি এলাকায় ১০০টিরও বেশি ঘর ছিল। অধিকাংশই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঝুপড়ির বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হলেও আগুনের লেলিহান শিখায় মাথার ওপর ছাদ হারিয়েছেন বহু মানুষ। এখনও আগুন অনেকটা নিয়ন্ত্রণ হলেও বেশকিছু জায়গায় রয়ে গিয়েছে পকেট ফায়ার। সেগুলি নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। একইসঙ্গে আর কোনও সিলিন্ডারে যাতে বিস্ফোরণ না হয়, সেই দিকটিও খেয়াল রাখতে হচ্ছে দমকলকর্মীদের।

এদিকে খবর পেয়ে দ্রুত এলাকায় হাজির হন দমকলমন্ত্রী সুজিত বসু। প্রথমে তিনি জানান, এলাকাটি অত্যন্ত সংকীর্ণ হওয়ায় দমকলবাহিনীর সবক’টি ইঞ্জিন পৌঁছতে পারেনি এলাকায়। ফলে এলাকায় দশটি ইঞ্জিন থাকলেও আগুন নেভানোর কাজ করতে পারছে চারটি ইঞ্জিন। আবাসনের পাঁচিলের বাইরে থেকে হোসপাইপে করে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বাকি ইঞ্জিনগুলি। ফলে আগুন নেভাতে অসুবিধা হচ্ছে। পরে অবশ্য তিনি জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। বাকিটাও নিভিয়ে ফেলা হবে।
দমকলমন্ত্রীর পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং স্থানীয় কাউন্সিলররা। মেয়র জানান, আপাতত আশ্রয়হীনদের একটি কমিউনিটি হলে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে প্রশাসন। এদিকে আগুন সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন গৃহহীনরা।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স