আজ বৃষ্টি নামবে কলকাতায়! বইবে ঝড়ো হাওয়া, ৫ জেলায় শিলাবৃষ্টি! জারি সতর্কতা - Bangla Hunt

আজ বৃষ্টি নামবে কলকাতায়! বইবে ঝড়ো হাওয়া, ৫ জেলায় শিলাবৃষ্টি! জারি সতর্কতা

By Bangla Hunt Desk - April 21, 2023

অবশেষে স্বস্তির বার্তা আবহাওয়া দফতরের। চাঁদিফাটা গরমে বুকভরা স্বস্তি দিতে শুক্রের বিকেলের পর থেকেই কলকাতায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সন্ধে নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতার একাধিক অংশে। শুধু কলকাতা শহরেই নয়, আজ সন্ধেয় বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূলের জেলাগুলিতেও।

আরো পড়ুন- আমেরিকার মেরিল্যান্ডের হ্রদ থেকে উদ্ধার ভারতীয় ইঞ্জিনিয়ারের দেহ

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। অন্যদিকে, মহানগরীতে সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির কাছে থাকতে পারে বলে জানানো হয়েছে।

শুক্রবার কলকাতা ছাড়াও তিনটি জেলার (পশ্চিম র্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ) একাংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া) আজ বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ উত্তরবঙ্গের পাঁচ জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) কয়েকটি অংশে শিলাবৃষ্টি হতে পারে। বজ্রপাতও হবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। সেইসঙ্গে উত্তরবঙ্গের বাকি তিনটি জেলায় (মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর) হালকা বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের দুটি জেলায় (দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর) তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি কোনও জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস নেই।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর