

কাশ্মীরে ফের জঙ্গি হানা। পুঞ্চে সেনা ট্রাকে হামলা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় অন্তত পাঁচ সেনা শহিদ হয়েছেন ও একজন আহত হয়েছেন বলে খবর। ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তায় যাচ্ছিল আর্মির ট্রাক। সেই সময় সশস্ত্র জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়।
জম্মুর প্রতিরক্ষা দফতরের মুখপাত্র লেফটেনান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, দুপুর ৩টে নাগাদ ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে যাচ্ছিল আর্মির ট্রাকটি। সেই সময় জঙ্গিরা হামলা চালায়। প্রচন্ড বৃষ্টি ও দৃশ্য়মানতা কমে যাওয়ার সুযোগে তারা হামলা চালায়। গাড়িটিতে আগুন ধরে যায়। মনে করা হচ্ছে জঙ্গিরা গ্রেনেড নিক্ষেপ করেছিল।

জঙ্গি মোকাবিলায় নিয়োজিত রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ জওয়ান শহিদ হয়েছেন। অপরজন জখম সেনাকে রাজৌরির সেনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। সেনার মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিদের খোঁজে এলাকায় ব্যপক তল্লাশি চলছে।
রাজৌরির গ্যারিসন হাসপাতালে সেনাদের দেহগুলি আনা হয়েছে।
আরো পড়ুন- কমবে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালো মেঘ, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া

জানা গিয়েছে, যে এলাকায় আর্মি ট্রাকের উপর হামলা চালানো হয়েছিল সেটা বরাবর পাক জঙ্গিরা ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করে। প্রচন্ড বৃষ্টির মধ্য়ে এখানে হামলা চালানো হয়।
তবে এখানে সন্দেহজনক জঙ্গিরা আনাগোনা করছে বলে খবর এসেছিল। স্থানীয় এক শিক্ষক জানিয়েছেন, এখানে গভীর জঙ্গল রয়েছে। একাধিক প্রাকৃতির গুহা রয়েছে। তার জেরে জঙ্গিরা সহজেই লুকিয়ে পড়তে পারে। জম্মু, পুঞ্চ হাইওয়ে এখান দিয়েই গিয়েছে।
তবে দেশের বীর সেনাদের উপর এই জঙ্গি হামলার যে ছবি সামনে এসেছে তা অত্যন্ত বেদনার। ভিডিয়োতে দেখা গিয়েছে দাউ দাউ করে জ্বলছে আর্মির ট্রাক। এক সেনার মাথায় সম্ভবত আঘাত লেগেছে।

ঘটনার খবর পেয়েই ১৩ সেক্টর রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডার, পুলিশ ঘটনাস্থলে যান। স্থানীয়রাই প্রথমে পুলিশে খবর দেন।প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে গত বছর কাশ্মীরের কাছে কাটরাতে তীর্থযাত্রী বোঝাই একটা বাসে আচমকা আগুন ধরে যায়। সেই সময় চারজন তীর্থযাত্রীর মৃত্য়ু হয়। ২২জন তীর্থযাত্রীর আহত হয়েছিলেন এই ঘটনায়। এরপর জম্মু অ্য়ান্ড কাশ্মীর ফ্রিডম ফাইটার্সের পক্ষ থেকে দাবি করা হয়েছিল স্পেশাল স্কোয়াড এই আগুনের পেছনে ছিল। তারাই আইইডি ব্লাস্ট করেছিল।
২০২১ সালের অক্টোবরে এই এলাকার কাছাকাছি ৯জন সেনার উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা।
লেফটেনান্ট গভর্নর মনোজ সিনহা টুইট করে জানিয়েছেন, দেশের প্রতি বীর সেনাদের কর্তব্য কখনও ভোলার নয়।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স